TRENDING:

Mamata Banerjee: সাংসদদের ‘হোম টাস্ক’ দিয়ে দিলেন মমতা! অভিষেকের উপস্থিতিতেই সংসদে দাঁড়িয়ে বিশেষ নির্দেশ

Last Updated:

এই জন সংযোগ ও প্রচারের সময়কালে সাংসদেরা কী ভাবে নিজেদের শরীর সুস্থ রাখবেন এদিন তাঁদের সেই টিপসও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনে দলের সাংসদদের ‘পারফর্ম্যান্স’ নিয়ে সন্তুষ্ট তিনি৷ সংসদ ভবনে দাঁড়িয়েই রাজ্যসভা ও লোকসভার সাংসদদের দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি দিলেন বিশেষ নির্দেশও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পরে এদিন মমতা ঘুরে দেখেন সংসদ চত্বরের একাধিক জায়গা৷
advertisement

এদিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের পরে সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে যান সংসদের সেন্ট্রাল হলে। দেখা করেন কেরলের সাংসদদের সঙ্গে। তারপরে মমতা যান সংসদের দলীয় অফিসে।

সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বলেন, ‘‘তোমাদের পারফর্ম্যান্সে আমি খুশি। সংসদ শেষ হলেই এবার নিজের এলাকায় যাও। জনসংযোগ শুরু করে দাও।’’ অর্থাৎ, চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ এসে গেল স্বয়ং নেত্রীর কাছ থেকে৷

advertisement

আরও পড়ুন: ‘দিদি আপনার পা কেমন আছে?’, দেখা হতেই প্রথম প্রশ্ন মোদির, মমতাকে ঘুরিয়ে দেখালেন দফতরও

আরও পড়ুন: কেন্দ্র ও রাজ্যের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

এই জন সংযোগ ও প্রচারের সময়কালে সাংসদেরা কী ভাবে নিজেদের শরীরকে সুস্থ রাখবেন, এদিন তা নিয়েও তাঁদের টিপস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বুধবার প্রায় ২০ মিনিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘রাজ্যের প্রাপ্ত অর্থ নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে৷ তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷ বলা হয়েছে, রাজ্যের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের উচ্চপর্যায়ের অধিকারিকদের একটি বৈঠক হবে৷ সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: সাংসদদের ‘হোম টাস্ক’ দিয়ে দিলেন মমতা! অভিষেকের উপস্থিতিতেই সংসদে দাঁড়িয়ে বিশেষ নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল