প্রধানমন্ত্রীর এই আক্রমণের পর পরই তার জবাব দিতে শুরু করলেন বিরোধী জোটের নেতারা৷ মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষের সুরেই বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইন্ডিয়া নাম গ্রহণ করেছেন৷ তার জন্য তাঁকে ধন্যবাদ৷ ইন্ডিয়ান টিম যখন খেলতে নামে তখন কেউ তাদের মুজাহিদিন বলেন? ইন্ডিয়া নামের সঙ্গে যত বাজে বাজে কথা বলবেন, ততই ইন্ডিয়া জনপ্রিয়তা পাবে৷’
advertisement
আরও পড়ুন: মুখে আনলেন ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-র নাম! INDIA জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির
কংগ্রেস নেতা রাহুল গাঁধিও প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাব দিয়েছেন৷ ট্যুইট করে রাহুল লিখেছেন, ‘আমাদের আপনি যা ইচ্ছে বলুন মিস্টার মোদি৷ কিন্তু আমরা ইন্ডিয়া৷ আমরা মণিপুরের যন্ত্রণা লাঘব করার পাশাপাশি প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মুছে দেব৷ আমরা ভারতের সব মানুষের জন্য ভালবাসা এবং শান্তি ফিরিয়ে আনব৷ যে ভাবনা নিয়ে ভারতবর্ষ, তা আমরা মণিপুরে পুনরায় প্রতিষ্ঠা করব৷’
প্রধানমন্ত্রী যেভাবে এ দিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিরোধী জোটের তুলনা টেনেছেন, তা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ বামেদেরও দাবি, বিরোধী ঐক্য দেখে ভয় পেয়ে গিয়েই প্রধানমন্ত্রী এমন মন্তব্য করছেন৷