TRENDING:

Mamata Banerjee Reply To Yogi Adithanath: যোগী সবথেকে বড় ভোগী!' চব্বিশ ঘণ্টার মধ্যেই আদিত্যনাথকে জবাব মমতার

Last Updated:

নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে ডাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সবথেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলায় আগুন জ্বললেও রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন বলে কটাক্ষ করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ চব্বিশ ঘণ্টার মধ্যেই সেই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে ডাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সবথেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷
যোগীকে জবাব মমতার৷
যোগীকে জবাব মমতার৷
advertisement

মুর্শিদাবাদে অশান্তির ঘটনার কথা উল্লেখ করে গতকাল উত্তর প্রদেশের হারদোইয়ের একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন যোগী আদিত্যনাথ৷ তিনি বলেন, দাঙ্গাবাজদের সোজা করার একমাত্র ওষুধ ডান্ডা৷ বাংলা জ্বলছে, অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব৷ তিনি দাঙ্গাবাজদের শান্তির দূত বলে দাবি করেছেন৷

এ দিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ত্রিপুরায় বলেছিল শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবে, দিয়েছে? উল্টে চাকরি ফেরত চাইতে গেলে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে৷ উত্তর প্রদেশে ৬৯ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে৷ যোগী বড় বড় কথা বলছে৷ যোগীই সবথেকে বড় ভোগী৷ মহাকুম্ভে কত মানুষের মৃত্যু হয়েছে? কত মানুষ আহত হয়েছেন? কোনও তালিকা আপনি মানুষের সামনে এনেছেন? বড় বড় কথা বলছেন৷ এনকাউন্টার করে কত মানুষকে মেরেছেন?কাউকে একটা মিছিল করতে দেন না৷ মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছেন৷ বাংলায় তো স্বাধীনতা আছে৷ সিপিএম, কংগ্রেস, এসইউসি এমন কি অতি বামেরাও মিছিল করে৷ আর বিজেপির তো অনুমতি লাগে না, ওদের অনুমতি অন্য জায়গা থেকে চলে আসে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

এ দিনের সভা থেকেও মুখ্যমন্ত্রী বার বার মুর্শিদাবাদে অশান্তির ঘটনার জন্য সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুলেছেন৷ ভোট বিভাজনের লক্ষ্যে বিজেপে চক্রান্ত করে অশান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ কোনও প্ররোচনায় পা না দেওার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee Reply To Yogi Adithanath: যোগী সবথেকে বড় ভোগী!' চব্বিশ ঘণ্টার মধ্যেই আদিত্যনাথকে জবাব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল