ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আগামী ২৮ অক্টোবর আমি গোয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি৷ তার আগে প্রত্যেক ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে বিজেপি বিরোধী শক্তির সঙ্গে যোগ দেওয়ার আর্জি জানাচ্ছি যাচে বিজেপি-র বিভাজনমূলক উদ্দেশ্যকে পরাজিত করা যায়৷ গত দশ বছরে গোয়ার মানুষ যথেষ্ট ভুগেছেন৷'
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও লিখেছেন, 'আমরা সবাই মিলে একটি নতুন সরকার গঠন করে গোয়ার জন্য নতুন ভোর নিয়ে আসব, যে সরকার প্রকৃত অর্থেই গোয়ার মানুষের জন্য কাজ করবে এবং তাঁদের আশা আকঙ্খা পূরণ করবে৷'
আরও পড়ুন: ৫ দিনের সফরে উত্তরবঙ্গে মমতা, সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক
গত কয়েক সপ্তাহ ধরেই গোয়ায় তৃণমূলের সংগঠনের বিস্তারের তৎপরতা শুরু হয়েছে৷ গোয়ার মাটিতে পা দিয়েই কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়েছে ঘাসফুল শিবির (TMC in Goa)৷ গোয়ার দু' বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সহ বহু কংগ্রেস নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন৷ নামজাদা আরও বেশ কিছু ব্যক্তিত্ব তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন৷
শুধু তাই নয়, গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গেও তৃণমূলের জোট হতে পারে বলে খবর৷ গোয়া ফরওয়ার্ড পার্টির এক নেতাই এই দাবি করেছেন৷ ২০১৭ সালে গোয়ায় বিজেপি সরকার গঠনে বড় ভূমিকা নিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ গোয়া তৃণমূলে নামী আরও কোন কোন ব্যক্তিত্ব বা রাজনীতিক যোগ দেবেন অথবা সত্যিই আগামী বছর গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল অন্য কোনও দলের সঙ্গে জোট গড়বে কি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময়ই তা স্পষ্ট হয়ে যেতে পারে৷