পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি খাবারের দোকানে খাবার পরিবেশনে দেরি হওয়ায় দুই দল ক্রেতার মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, উভয় পক্ষই মদ্যপ অবস্থায় ছিল। কথা কাটাকাটি থেকে ধীরে ধীরে তা হাতাহাতিতে পৌঁছায়৷ অভিযোগ, এরপর দু’পক্ষই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়।
আরও পড়ুন: শনি ও রবিতে বাতিল একাধিক ট্রেন! কোন কোন রুটে চলবে না কোন ট্রেন? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন
advertisement
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা দ্রুত সেখানে পৌঁছে তিনজন আহত যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা দু’জনকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় শ্রীপাল (২৫) এবং সত্যম (২৬)। নিহত দুই যুবকই উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বাসিন্দা এবং খোড়া এলাকার নেহরু বিহার কলোনিতে ভাড়াবাড়িতে থাকতেন বলে জানান ডিসিপি নিমিশ পাটিল। গুরুতরভাবে আহত তৃতীয় যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তার আঘাতের তীব্রতা এবং মদ্যপ অবস্থার কারণে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলেই পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন
তদন্ত চলাকালীন হামলায় জড়িত একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। “হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার হবে,” বলেন ডিসিপি পাটিল।
