TRENDING:

স্বামী অগ্নিবেশের মৃত্যুতে গভীর শোকাহত মমতা, ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

স্বামী অগ্নিবেশের প্রয়াণে শোকের ছায়া নানা মহলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  হরিয়ানার  প্রাক্তন বিধায়ক ও আর্য সমাজ নেতা স্বামী অগ্নিবেশের মৃত্যু৷ লিভারের সিরোসিসের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ এই  নেতাকে৷ দিল্লিতে হাসপাতালেই মৃত্যু হল এই প্রবীন নেতার৷
advertisement

৮০ বছরের এই সমাজ কর্মী ভর্তি ছিলেন নয়াদিল্লির  Institute of Liver and Biliary Sciences-এ ৷ মঙ্গলবার থেকে তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন৷ মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে৷

অগ্নিবেশ আর্যসভার নামের রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন৷ আর্য সমাজের নীতি মেনেই ১৯৭০ সালে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছিল৷ তিনি বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনায় অংশ নিতেন৷

advertisement

তিনি এছাড়াও বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন৷ কন্যা ভ্রূণ হত্যা, মহিলাদের স্বনির্ভর করার মতো একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন৷

স্বামী অগ্নিবেশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজের ট্যুইটে তিনি বলেছেন, ‘Grieved at the passing of Swami Agnivesh, who gave up a career as a professor in Kolkata to fight for many causes. My condolences to his friends and followers’ অর্থাৎ স্বামী অগ্নিবেশের মৃত্যুতে গভীর শোকাহচ, বিভিন্ন কারণে লড়াই করার জন্য কলকাতায় নিজের অধ্যাপকের কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন তিনি৷ তাঁর বন্ধু ও অনুগামীদের জন্য আমার সমবেদনা৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ‘স্বামী অগ্নিবেশের মৃত্যু গভীর দুঃখের৷ সহিষ্ণুতা ও মানবতার এক প্রকৃত যোদ্ধা ছিলেন তিনি৷ সাধারণ মানুষের উন্নয়নের জন্য একাধিক সময়ে তিনি অসম সাহসিকতার কাজ করেছেন৷ ২ বছর আগে BJP/RSS-র গণপিটুনির ঘটনায় তিনি কষ্ট পেয়েছিলেন৷ শান্তিতে থাকুন অগ্নিবেশজী৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
স্বামী অগ্নিবেশের মৃত্যুতে গভীর শোকাহত মমতা, ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল