TRENDING:

‘জরুরি অবস্থার মতো ঘটনা’ NDTV-এর উপর নিষেধাজ্ঞায় কড়া সমালোচনা মমতার, প্রতিবাদ সব মহলে

Last Updated:

স্পর্শকাতর সংবাদ প্রচারের ‘অপরাধ’-এ একদিনের জন্য এনডিটিভি-কে সম্প্রচার বন্ধের কেন্দ্রীয় নির্দেশের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্পর্শকাতর সংবাদ প্রচারের ‘অপরাধ’-এ একদিনের জন্য এনডিটিভি-কে সম্প্রচার বন্ধের কেন্দ্রীয় নির্দেশের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু মুখ্যমন্ত্রীয় নয়, সংবাদ মাধ্যমের উপর এহেন নিষেধাজ্ঞায় বিভিন্ন মহল থেকে ভেসে আসছে জোরালো প্রতিবাদ ৷ এডিটরস গিল্ড অফ ইন্ডিয়াও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই নির্দেশের বিরোধীতায় সরব হয়েছেন ৷
advertisement

২৪ ঘণ্টার জন্য NDTV India নিউজ চ্যানেলকে অফ-এয়ার করার সুপারিশ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্তরবর্তী কমিটি ৷ পাঠানকোট হামলার সময় জঙ্গি নিকাশের একটি ভিডিও নিজেদের চ্যানেলে সম্প্রচার করে NDTV ৷ ওই কমিটির মতে সেই দিন টিভিতে দেখানো ভিডিয়োটি ‘স্ট্র্যাটেজিক্যালি সেনসিটিভ ইনফরমেশন’ ছিল ৷ তাই এনডিটিভি ইন্ডিয়ার ওপর একদিনের অথার্ৎ ৯ নভেম্বর নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ জানিয়েছে তারা ৷

advertisement

এই খবর সামনে আসার পর সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়াও সাধারণ মানুষও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ৷

এনডিটিভির উপর এহেন নিষেধাজ্ঞায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসেছে কড়া প্রতিক্রিয়া ৷ ফের কেন্দ্রের বিরুদ্ধে তাঁর গলায় ক্ষোভের সুর ৷ ট্যুইটে তিনি লেখেন, ‘NDTV-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হতাশাজনক ৷ পাঠানকোট কভারেজই যদি ইস্যু হয় ৷ তার জন্য অন্য ব্যবস্থাও রয়েছে ৷ নিষিদ্ধ করার কাজ জরুরি অবস্থার মতো ঘটনা ৷ এধরনের ঘটনা অনভিপ্রেত ৷’

advertisement

কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধি জানিয়েছেন, ‘এনডিটিভি-কে ব্যান করার মত ঘটনায় আমি অবাক ৷ এই ঘটনা নজিরবিহীন ৷’

এনটিভিকে একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশের প্রতিবাদ জানিয়েছে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া ৷ তাদের মতে,‘এহেন ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ ৷’

কোনও চ্যানেলের উপর এরকম নিষেধাজ্ঞা জারির ঘটনা এই প্রথম ৷ বেশিরভাগ মানুষ এই ঘটনাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন ৷

advertisement

পাঠানকোট হামলার খবর সম্প্রচার করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে এই চ্যানেলের বিরুদ্ধে ৷ এই অপরাধের জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই সিদ্ধান্ত নেয় ৷ পাশাপাশি কেবল টিভি নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্টকে নির্দেশ দেওয়া হয়, একদিনের জন্যে এনডি টিভি ইন্ডিয়া চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে। নির্দেশ অনুযায়ী, ন নভেম্বর ২০১৬ রাত বারোটা থেকে ১০ নভেম্বর ২০১৬ রাত বারোটা অবধি বন্ধ রাখা বন্ধ থাকবে চ্যানেলের সম্প্রচার ৷

advertisement

অস্ত্র কোথায় রাখা হয়েছে, জঙ্গিরা কোখায় লুকিয়ে রয়েছে, স্কুল ও আবাসন যেখানে জঙ্গিদের কী ভাবে খতম করার চেষ্টা করছে সেনারা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতার করে এনডিটিভি ৷ অর্ডারে জানানো হয়েছে এই তথ্যগুলি জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত ফেলার পাশাপাশি বহু সাধারণ মানুষের জীবনকে বিপদে ফেলতে পারত ৷

প্রাথমিক ভাবে প্যানেলের তরফে ৩০ দিনের জন্য চ্যানেল বন্ধ রাখার কথা ভাবা হয় ৷ পরে একদিনের জন্য নিষেধাজ্ঞা জারি করার সিদ্বান্ত নেওয়া হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে চ্যানেলের তরফে জানানো হয়েছে, পাঠানকোট হামলা নিয়ে যা তারা সম্প্রচার করেছে তা বিভিন্ন প্রিন্ট, বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল ৷ তারা কোনও স্পর্শকাতর তথ্য চ্যানেলে দেখায়নি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘জরুরি অবস্থার মতো ঘটনা’ NDTV-এর উপর নিষেধাজ্ঞায় কড়া সমালোচনা মমতার, প্রতিবাদ সব মহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল