TRENDING:

একই ছাদের নীচে বহু বছর ধরে বিষধর কেউটেদের সঙ্গে বসবাস পরিবারের, চর্চার কেন্দ্রে ‘সাপবাড়ি’

Last Updated:

Odhisha Snake Family: মানুষ ও সাপের এই সহাবস্থান বিস্মিত করে তাঁদের প্রতিবেশীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালকানগিরি : বিষধর সাপেদের সঙ্গেই বাস এক ছাদের নীচে৷ দীর্ঘ দিন ধরেই এই রীতিতে অভ্যস্ত ওড়িশার মালকানগিরি জেলার নীলিমারি গ্রামের এক পরিবার৷ বিস্ময়করভাবে, এত বছর ধরে বিষধর সহবাসের ফলেও বিন্দুমাত্র ক্ষতি হয়নি ওই নীলকণ্ঠ ভূমিয়ার পরিবারের৷ বহু বছর ধরে এই দরিদ্র পরিবার বসবাস করছে বিষধর সাপের সঙ্গে৷ মানুষ ও সাপের এই সহাবস্থান বিস্মিত করে তাঁদের প্রতিবেশীদের৷
advertisement

পরিবারের কর্তা নীলকণ্ঠ কয়েক বছর আগে একজোড়া কেউটেকে তাঁর বাড়িতে গর্ত খুঁড়ে বাসা তৈরি করতে দেখেন৷ তাড়িয়ে দেওয়ার পরিবর্তে সর্পযুগলের থাকা বন্দোবস্ত করে দেন তিনি৷ দুধ দিয়ে সেবা করার পাশাপাশি পুজোও করেন সর্পদেবতাদের৷ বাড়ির তিন ঘরের মধ্যে দু’টি ঘর বরাদ্দ ছিল সাপেদের জন্যই ৷ প্রতি সোমবার ও মঙ্গলবার তাদের পুজো করা হত৷ স্থানীয় এলাকায় নীলকণ্ঠ ভূমিয়ার বাড়ির পরিচয় ‘সাপেদের বাড়ি’ হিসেবে৷ সামাজিক মাধ্যমে তাঁদের বাড়ির কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা৷

advertisement

আরও পড়ুন :  এলইডি টিভি বিস্ফোরণে নিহত ১ কিশোর, আহত ৩, ধসে পড়ল বাড়ির একাংশ

আরও পড়ুন :  উত্তরাখণ্ডে খাদে পড়ল বিয়েবাড়ির বাস, মৃত অন্তত ২৫, গুরুতর আহত কমপক্ষে ২০

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলকণ্ঠর মেয়ে লক্ষ্মী কাবাসী জানিয়েছেন, ‘‘আমি সাপেদের দুধ খাওয়াতাম৷ এখন আমার বিয়ে হয়ে গিয়েছে৷ আমার বিয়ের পরও বাপের বাড়ির লোকজন সাপেদের সেবা করছে৷ আমাদের ঘরবাড়ি পরিষ্কার৷ কোনওদিন আমাদের কোনও অসুবিধে হয়নি সাপ নিয়ে৷’’ তবে সর্প বিশেষজ্ঞদের মত, বিষধর সাপেদের সঙ্গে বসবাস বিপজ্জনক৷ তাঁর মত, সাপ কোনওদিন দুধ পান করে না৷ তাই বিষধর সাপকে বাড়িতে রেখে দেওয়াও তাঁর মতে উচিত নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
একই ছাদের নীচে বহু বছর ধরে বিষধর কেউটেদের সঙ্গে বসবাস পরিবারের, চর্চার কেন্দ্রে ‘সাপবাড়ি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল