তবুও যখন পরিচারিকা এই সম্পর্ক স্থাপনে রাজি হননি তখন যুবতী তার বাড়ির পরিচারিকার গোপন ভিডিও করেন বলে অভিযোগ। সেই ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে জোর করে ওই পরিচারিকাকে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে জোর করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত দম্পতি পলাতক। ওই দম্পতির খোঁজে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
advertisement
নির্যাতিতা কুশীনগরের বাসিন্দা। তাঁর অভিযোগে জানিয়েছেন, ‘অভিযুক্ত বৃজপাল সিং তাঁকে কল ফোন করে এবং জানায় বাড়িতে রান্নার জন্য একজনের প্রয়োজন, দশ হাজার টাকা বেতনও ঠিক হয়েছিল। কথা ফাইনাল হওয়ার পর আমি শাহপুরে অবস্থিত বৃজপালের ভাড়ার বাড়িতে থেকে কাজ করতে শুরু করি। কিছুদিন পর অভিযুক্তের স্ত্রী বলল যে আমার সন্তান হচ্ছে না। এমন অবস্থায় যদি তুমি আমার স্বামীর ঘনিষ্ঠ হও তবে আমি জমি দেব। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম।’
আরও পড়ুন: চার বছরের শিশুকে অপহরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! নন্দীগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ
নির্যাতিতার আরও অভিযোগ, ‘মালকিন সোনিয়া এক রাতে আমার ঘরে মদ্যপ অবস্থায় এল। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারপর তার স্বামীকে দিয়ে আমায় ধর্ষণ করায়। আমি প্রতিবাদ করেছিলাম, তখন তিনি জানান, যদি তুমি সন্তান জন্ম দাও তবে আমি তোমাকে অজমেঢ়ে জমি-ফ্ল্যাট দেব। আমি তবুও প্রত্যাখ্যান করলাম, তখন ভিডিও বানিয়ে রাখে স্ত্রী। পরে সেটা দিয়ে ব্ল্যাকমেল করে কয়েকদিন ধরে বন্দি রাখে এবং স্বামীকে দিয়ে আবার ধর্ষণ করায়। তারপর আমি কোনওভাবে সেখান থেকে পালিয়ে থানায় খবর দিই।’