West Bengal news: চার বছরের শিশুকে অপহরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! নন্দীগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal news: টাকার জন্য চার বছরের শিশুকে কিডন্যাপের অভিযোগ। ঘটনার সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করলো পুলিশ।
নন্দীগ্রাম: টাকার জন্য চার বছরের শিশুকে অপহরণের অভিযোগ উঠল। ঘটনার সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে। চার বছরের শিশুকে চুরি করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনায় যুক্ত থাকার অভিযোগে টিউশন মাস্টার-সহ পাঁচজনকে গ্ৰেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে শিশুর পরিবারে বাবা মা এবং ৯ বছরের দিদি আছে। বাবার চায়ের দোকান এবং মায়ের রুটির ব্যবসা রয়েছে। প্রতিদিন সকালের মত শুক্রবারও বাবা, মা ব্যবসার কাজে বাইরে বেরিয়ে যান।
advertisement
advertisement
সেই সুযোগে শিশুটির দিদির টিউশন মাস্টার পড়ানোর নাম করে খুব ভোরে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ৯ বছরের মেয়েটির হাত দড়ি দিয়ে বেঁধে রেখে, চার বছরের বাচ্চাকে মুখে কাপড় ঢুকিয়ে নিয়ে পালায়, পরে এলাকায় জানাজানি হয়। মেয়েটি সব ঘটনা জানিয়ে দেয়।
advertisement
নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ঘোলপুকুর এলাকায় অভিযুক্ত শিশুটিকে ফেলে পালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। তল্লাশি চালিয়ে টিউশন মাস্টার-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 2:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: চার বছরের শিশুকে অপহরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! নন্দীগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ