TRENDING:

Mahua Moitra: 'আপনাকেই টার্গেট করেছে...', হঠাৎ 'সতর্কবার্তা' মহুয়া মৈত্রর আইফোনে! আর কে পেলেন? সোশ্যাল মিডিয়ায় ঝড়

Last Updated:

Mahua Moitra: অ্যাপল থেকে মহুয়া মৈত্র-সহ একাধিক নেতার আইফোনে আচমকা আসছে সতর্কবার্তা। কী লেখা আছে সেখানে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অ্যাপল থেকে মহুয়া মৈত্র-সহ একাধিক নেতার আইফোনে আচমকা আসছে সতর্কবার্তা। কী লেখা আছে সেখানে? নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যা নিয়ে তুমুল শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা মহুয়াকে ‘টার্গেট’ করেছেন?
রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা মহুয়াকে ‘টার্গেট’ করেছেন?
advertisement

মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘‘রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে।’’

অ্যাপ্‌ল থেকে আরও বলা হয়েছে, ‘‘এই রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’

অন্যদিকে একইরকম একটি পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি জানিয়েছেন, তিনিও অ্যাপ্‌ল থেকে এমন সতর্কবার্তা পেয়েছেন। যে অ্যাপ্‌ল আইডি থেকে তাঁকে ইমেল পাঠানো হয়েছে, তার সত্যতা যাচাই করেছেন সাংসদ। স্ক্রিনশট পোস্ট করে কেন্দ্রের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘সরকারের বেকার কর্মচারীদের আমার মতো করদাতার জন্য ব্যস্ত রাখতে পেরে ভাল লাগছে।’’ এর পর প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে শশী থারুর লিখেছেন, ‘‘এর চেয়ে জরুরি কাজ আর পেলেন না?’’

advertisement

advertisement

এই বার্তা পেয়ে তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপ্‌ল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি।’’

বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: 'আপনাকেই টার্গেট করেছে...', হঠাৎ 'সতর্কবার্তা' মহুয়া মৈত্রর আইফোনে! আর কে পেলেন? সোশ্যাল মিডিয়ায় ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল