শীর্ষ আদালতের এই নির্দেশের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মহুয়া মৈত্র৷ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়।
আরও পড়ুন: বেড়েছে DA, জানুয়ারি থেকেই বাড়তি টাকা! বেতন কত বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের?
মহুয়া মৈত্রের বিরুদ্ধে লগইন সংক্রান্ত তথ্যাবলি বাইরের লোকের সঙ্গে শেয়ার করারও অভিযোগ উঠেছে। এদিন সেই বিষয় নিয়েও আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি৷ তিনি জানান, একটি বিষয়ের জন্য সাংসদ পদ খারিজ করা হয়েছে তাঁর মক্কেলের। তাঁর বিরুদ্ধে লগইন সংক্রান্ত তথ্যাবলি বাইরের লোকের সঙ্গে শেয়ার করার অভিযোগ রয়েছে। কিন্তু তা নিয়ে পাল্টা যুক্তি দেওয়ার অনুমতিই দেওয়া হয়নি মহুয়াকে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ মার্চ।
আরও পড়ুন: টাক পড়ার হাত থেকে বাঁচিয়ে দেবে ‘এই’ ফল! রোদে শুকিয়ে জলের সঙ্গে বেটে নিন বীজ…তারপর
এদিন এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘মহুয়া মৈত্র সাংসদ পদ বাতিল হয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করেছিলেন, অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে, সেখানেও তিনি স্বস্তি পাননি। আইনজীবী স্বীকার করেছে তার পাসওয়ার্ড দেওয়ার কথা। মহুয়া মৈত্র আজ এখানে অপ্রাসঙ্গিক। এই বিতর্ক শুরুর সময় তৃণমূল বলেছিল মহুয়া মৈত্র সব উত্তর দেবে তারা কোনও বিতর্কে নেই।’’