Hair loss problem: টাক পড়ার হাত থেকে বাঁচিয়ে দেবে ‘এই’ ফল! রোদে শুকিয়ে জলের সঙ্গে বেটে নিন বীজ...তারপর

Last Updated:
এই তিন ঔষধি ফলের বীজের গুঁড়ো শরীরের কোথাও ব্যথা লাগলে, ফোলাভাব দূর করতে এবং হাত-পায়ের জ্বালে যাওয়া বা পুড়ে যাওয়া জায়গায় লাগানোর জন্য দুর্দান্ত কার্যকরী ওষুধ।
1/8
গ্রামাঞ্চলে এখনও পাওয়া যায়৷ ঠাকুমা-দিদিমারা নাম তো জানেনই, এর ভরপুর উপকারিতার কথাও জানেন৷ চুল অকালে ঝরে যাওয়া থেকে শুরু করে অকাল পক্ককেশ৷ সবেতেই দুর্দান্ত কাজে দেয় বহেড়া গাছের ফল৷ তবে এটি ব্যবহার করার নির্দিষ্ট পদ্ধতিও রয়েছে৷ বহেড়া, হরিতকী এবং আমলার জাদুকরী মিশ্রণ শুধুমাত্র চুলের সমস্যাঅ নয়, দূর করে স্বাস্থ্যের একাধিক সমস্যাও৷ এই তিন ফলই তাই আয়ুর্বেদ বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয়৷
গ্রামাঞ্চলে এখনও পাওয়া যায়৷ ঠাকুমা-দিদিমারা নাম তো জানেনই, এর ভরপুর উপকারিতার কথাও জানেন৷ চুল অকালে ঝরে যাওয়া থেকে শুরু করে অকাল পক্ককেশ৷ সবেতেই দুর্দান্ত কাজে দেয় বহেড়া গাছের ফল৷ তবে এটি ব্যবহার করার নির্দিষ্ট পদ্ধতিও রয়েছে৷ বহেড়া, হরিতকী এবং আমলার জাদুকরী মিশ্রণ শুধুমাত্র চুলের সমস্যাঅ নয়, দূর করে স্বাস্থ্যের একাধিক সমস্যাও৷ এই তিন ফলই তাই আয়ুর্বেদ বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয়৷
advertisement
2/8
আয়ুর্বেদিক ডাক্তার, ডাঃ দীপ্তি নামদেব জানান, চুলের জন্য এই বহেড়া অত্যন্ত ভাল ওষুধ৷ এমনকি, হরমোন জনিত সমস্যার জন্য যাঁদের চুল ঝরে যায়, তাঁরাও এই বীজের গুড়ো জলে গুলে পেস্ট করে চুলের গোড়ায় লাগাতে পারেন। এতে উপকার পাওয়া যায়৷
আয়ুর্বেদিক ডাক্তার, ডাঃ দীপ্তি নামদেব জানান, চুলের জন্য এই বহেড়া অত্যন্ত ভাল ওষুধ৷ এমনকি, হরমোন জনিত সমস্যার জন্য যাঁদের চুল ঝরে যায়, তাঁরাও এই বীজের গুড়ো জলে গুলে পেস্ট করে চুলের গোড়ায় লাগাতে পারেন। এতে উপকার পাওয়া যায়৷
advertisement
3/8
এ ছাড়া চুল যদি অকালে সাদা হয়ে যায় তাহলে তা কালো করতেও এই ফলটি সহায়ক। এই ফলের বীজের পেস্ট খুশকি ও চুলের দুর্বল গোড়ায় লাগালে চুল মজবুত হয়।
এ ছাড়া চুল যদি অকালে সাদা হয়ে যায় তাহলে তা কালো করতেও এই ফলটি সহায়ক। এই ফলের বীজের পেস্ট খুশকি ও চুলের দুর্বল গোড়ায় লাগালে চুল মজবুত হয়।
advertisement
4/8
এই ত্রিফলার গুঁড়ো কীভাবে তৈরি করবেন: গ্রামাঞ্চলের বনে ইতিউতিই দেখতে পাওয়া যায় গাছগুলি৷ সেই সুবিধা না থাকলে দোকান থেকেও কিনতে পারেন অনায়াসে৷ আমলা, বহেড়া এবং হরড় বা হরিতকী৷ এই তিন ঔষধি গাছকে আয়ুর্বেদের প্রাণশক্তি হিসেবে বিবেচনা করা হয়।
এই ত্রিফলার গুঁড়ো কীভাবে তৈরি করবেন: গ্রামাঞ্চলের বনে ইতিউতিই দেখতে পাওয়া যায় গাছগুলি৷ সেই সুবিধা না থাকলে দোকান থেকেও কিনতে পারেন অনায়াসে৷ আমলা, বহেড়া এবং হরড় বা হরিতকী৷ এই তিন ঔষধি গাছকে আয়ুর্বেদের প্রাণশক্তি হিসেবে বিবেচনা করা হয়।
advertisement
5/8
ত্রিফলার গুঁড়ো তৈরি করতে প্রথমে আমলা, বহেড়া এবং হরিতকীকে ৩-৪ দিন রোদে রেখে ভাল করে শুকিয়ে নিন৷ তারপর তিনটি জিনিসের বীজ বের করে ভাল করে রাখুন।
ত্রিফলার গুঁড়ো তৈরি করতে প্রথমে আমলা, বহেড়া এবং হরিতকীকে ৩-৪ দিন রোদে রেখে ভাল করে শুকিয়ে নিন৷ তারপর তিনটি জিনিসের বীজ বের করে ভাল করে রাখুন।
advertisement
6/8
তারপরে ফের বীজগুলিকে ১ থেকে ২ দিন রোদে রাখুন৷ তিনটি বীজ ভাল করে শুকিয়ে গেলে, সেগুলি একে একে পিষে গুঁড়ো করে নিন।
তারপরে ফের বীজগুলিকে ১ থেকে ২ দিন রোদে রাখুন৷ তিনটি বীজ ভাল করে শুকিয়ে গেলে, সেগুলি একে একে পিষে গুঁড়ো করে নিন।
advertisement
7/8
এই তিন ঔষধি ফলের বীজের গুঁড়ো শরীরের কোথাও ব্যথা লাগলে, ফোলাভাব দূর করতে এবং হাত-পায়ের জ্বালে যাওয়া বা পুড়ে যাওয়া জায়গায় লাগানোর জন্য দুর্দান্ত কার্যকরী ওষুধ।
এই তিন ঔষধি ফলের বীজের গুঁড়ো শরীরের কোথাও ব্যথা লাগলে, ফোলাভাব দূর করতে এবং হাত-পায়ের জ্বালে যাওয়া বা পুড়ে যাওয়া জায়গায় লাগানোর জন্য দুর্দান্ত কার্যকরী ওষুধ।
advertisement
8/8
disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷ প্রত্যেকের শরীর আলাদা৷ আর কোনও পরামর্শই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়৷ তাই নতুন কিছু প্রয়োগ করার আগে অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শ নিন৷
disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷ প্রত্যেকের শরীর আলাদা৷ আর কোনও পরামর্শই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়৷ তাই নতুন কিছু প্রয়োগ করার আগে অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শ নিন৷
advertisement
advertisement
advertisement