TRENDING:

Mahua Moitra: অর্থ-উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন মহুয়ার? বিজেপির বিস্ফোরক অভিযোগে পাল্টা TMC সাংসদের

Last Updated:

Mahua Moitra: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদীয় বিশেষাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের সঙ্গে তদন্ত কমিটির গঠনের দাবি এবং মহুয়া মৈত্রকে সংসদ থেকে অবিলম্বে বরখাস্ত করার জন্য অভিযোগ জমা করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লাকে চিঠি দিয়েছেন নিশিকান্ত দুবে। লোকসভা থেকে আপাতত তাঁকে সাসপেন্ড করার দাবিও তুলেছেন তিনি। অভিযোগ, টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
advertisement

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদীয় বিশেষাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের সঙ্গে তদন্ত কমিটির গঠনের দাবি এবং মহুয়া মৈত্রকে সংসদ থেকে অবিলম্বে বরখাস্ত করার জন্য অভিযোগ জমা করেছেন। নিশিকান্ত দুবে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, জয় অনন্ত দেহাদরির একটি বিশদ অভিযোগের কথা উল্লেখ করেছেন।

দুবে এবং দেহাদরির তরফে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার এবং নগদ অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছিলেন এবং অন্য একটি কর্পোরেট সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়ানোর চেষ্টা করেছিলেন। আইনজীবী দেহাদরি ১৪ অক্টোবর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর কাছে তাঁর অভিযোগ পাঠান এবং দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে একটি এফআইআর দায়ের করার আবেদন জানান। দেহদারাই তাঁর অভিযোগের একটি অনুলিপি লোকসভার স্পিকারের কাছেও জমা দিয়েছেন। তবে, সিবিআই বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

advertisement

আরও পড়ুন: বিজেপির অন্দরের বিক্ষোভ ‘ইতিবাচক’! ‘মিষ্টি গাছের ফল’ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

তবে, মহুয়া মৈত্র এক্স মাধ্যমে লিখেছেন, “যদি আমাকে চুপ করানোর জন্য বা আমাকে টেনে নীচে নামানোর জন্য সঙ্ঘবাদী আর ভুয়ো ডিগ্রিওয়ালাদের মিথ্যা দলিলে বিশ্বাস করবে বলে ঠিক করে থাকে, তবে আমি বলব, আপনাদের সময় নষ্ট করবেন না বরং আইনজীবীদের ভাল কাজে ব্যবহার করুন।”

আরও পড়ুন: ‘ধর্ষণে অভিযুক্ত রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তি’, কুণাল ঘোষের রহস্যময় ট্যুইট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

এখানেই শেষ নয়, মহুয়ার সংযোজন, ”এই সব ভুয়ো ডিগ্রিওয়ালা এবং বিজেপির তথাকথিত প্রাজ্ঞদের বিরুদ্ধে বহু সুবিধা লঙ্ঘনের অভিযোগের বিচার বাকি আছে। আমার বিরুদ্ধে যে কোনও প্রস্তাব আপনারা সংসদে আনতে পারেন। তবে আশা করব তার আগে মাননীয় স্পিকার এই বকেয়া বিষয়গুলি মেটাবেন।” প্রসঙ্গত, সংসদে তৃণমূলের বলিষ্ঠ কণ্ঠস্বর মহুয়া। তাঁর বক্তৃতা বারবার প্রশংসিত হয়েছে জাতীয় স্তরে। প্রায়শই ঝাঁঝালো ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ করতে দেখা যায় তাঁকে।

বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: অর্থ-উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন মহুয়ার? বিজেপির বিস্ফোরক অভিযোগে পাল্টা TMC সাংসদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল