মঙ্গলবার এমনই হাড় হিম করা দৃশ্যের সাক্ষী থাকল উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ৫৩৷ জানা গিয়েছে, ইনস্টাগ্রামে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ওই যুবকের সঙ্গে এক ব্যক্তির বিবাদের সূত্রপাত৷ যা শেষ পর্যন্ত মারামারিতে গড়ায়৷ মঙ্গলবার নয়ডায় রাস্তার উপরে প্রথমে হাতাহাতিতে জড়ান দু জন৷ তার পরই ওই যুবককে পিছন থেকে এসে পিষে দেওয়ার চেষ্টা করেন ওই থর গাড়িটির চালক৷
advertisement
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত দু পক্ষই নিজেদের পূর্ব পরিচিত৷ ইনস্টাগ্রামে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সেই বিবাদ চরম আকার নেয়৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিবাদের শুরু থেকেই পরস্পরকে আক্রমণ করার চেষ্টা করছিলেন ওই দু জন৷ এর পর থর গাড়িটির চালক পিছন থেকে এসে দ্বিতীয় জনকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে নর্দমার মধ্যে ফেলে দেন৷ এর পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত গাড়ি চালক৷ বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ইচ্ছাকৃত আঘাত করা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় পুলিশ মামলা দায়ের করেছে৷ পলাতক গাড়ি চালককে চিহ্নিত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে৷