প্রসঙ্গত, বড় মেয়ে আকৃতি এবং ৩ বছরের ছোট মেয়ে-দুই সন্তানই নাগেশের প্রথম বিয়ের৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বামীর আগের পক্ষের দুই কন্যাসন্তানকে কোনও মতেই মানতে পারতেন না তেজস্বিনী৷ অভিযোগ, খেতে না চাওয়া, স্কুলে না যাওয়ার জন্য বায়না করার মতো ছোটখাটো কারণেই তিনি মারধর করতেন দুই বোনকে৷ শুক্রবার রাগের বশে তেজস্বিনী তাঁর ৩ বছর বয়সি সৎ মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে মৃত শিশুর বড় দিদির বক্তব্য রেকর্ড করা হচ্ছে৷ খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
অন্যদিকে মহারাষ্ট্রেরই নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে প্রতারক তরুণীকে৷ অভিযোগ, একের পর এক মোট ৮ জন পুরুষকে বিয়ের টোপ দিয়ে প্রতারণা করেছেন তিনি৷ তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার হন তরুণী৷ কিন্তু তাঁর খেল শেষ হল নবম বারে৷ নবম পুরুষকে ঠকাতে গিয়ে নিজেই ফাঁদে পড়লেন ছলনাময়ী৷ তাঁর প্রতারণার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের৷ লুটেরি কনের কীর্তিতে ছড়িয়েছে চাঞ্চল্য৷