Looteri Wife: মায়াবী কথার ফাঁদে ফেলে একে একে ৮ জন পুরুষকে ‘বিয়ে’ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার! নবম বার বিয়ের আগে ধরা পড়লেন ঠগিনী শিক্ষিকা!

Last Updated:

Looteri Wife: পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত সামিরা পেশায় একজন শিক্ষিকা। পুলিশের ধারণা যে তিনি গত ১৫ বছরে বেশ কয়েকজন পুরুষকে প্রতারণা করেছেন৷

তাঁকে গ্রেফতারের সময় তিনি তাঁর পরবর্তী টার্গেট খুঁজছিলেন
তাঁকে গ্রেফতারের সময় তিনি তাঁর পরবর্তী টার্গেট খুঁজছিলেন
নাগপুর : এক, দু’জন নয়! মোট ৮ জনকে একের পর এক বিয়ের টোপ দিয়ে প্রতারণা করলেন তরুণী৷ তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার হন তরুণী৷ কিন্তু তাঁর খেল শেষ হল নবম বারে৷ নবম পুরুষকে ঠকাতে গিয়ে নিজেই ফাঁদে পড়লেন ছলনাময়ী৷ তাঁর প্রতারণার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের৷ লুটেরি কনের কীর্তিতে চাঞ্চল্য মহারাষ্ট্রের নাগপুরে৷
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত তরুণীর নাম সামিরা ফতিমা৷ অভিযোগ, তাঁকে গ্রেফতারের সময় তিনি তাঁর পরবর্তী টার্গেট খুঁজছিলেন৷ সম্ভাব্য নবম শিকারের সঙ্গে দেখা করার সময় তিনি ধরা পড়েন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্ত নববধূ তাঁর ‘স্বামীদের’ ব্ল্যাকমেইল করছিলেন এবং তাঁদের কাছ থেকে টাকা আদায় করছিলেন। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
advertisement
পুলিশি তদন্তে জানা গিয়েছে যে সামিরা ফতিমা তাঁর বিভিন্ন স্বামীদের কাছ থেকে টাকা তোলার জন্য একটি চক্রের সঙ্গে কাজ করছিলেন। পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত সামিরা পেশায় একজন শিক্ষিকা। পুলিশের ধারণা যে তিনি গত ১৫ বছরে বেশ কয়েকজন পুরুষকে প্রতারণা করেছেন৷
advertisement
আরও পড়ুন : জীবন্ত কবর দেবে বলে মাটিতে গর্ত খুঁড়ে তৈরি শ্যালকদের ভাড়াটে গুন্ডারা! অলৌকিক ভাবে বাঁচলেন জামাই! স্বামীকে খুন করার জন্য স্ত্রীর পরিকল্পনা ভেস্তে গেল!
তদন্তকারীরা আরও জানিয়েছেন যে সামিরা তাঁর শিকারদের শনাক্ত করতে এবং প্রলুব্ধ করতে বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট এবং ফেসবুক ব্যবহার করতেন। তিনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ শুরু করে ক্রমে তাঁর জীবনের আবেগঘন গল্প শেয়ার করতেন। সমবেদনা আদায় করতে হবু ‘স্বামী’-দের কাছে নিজেকে একজন অসহায় বিবাহবিচ্ছিনা বলে দাবি করতেন৷ বলতেন তাঁর একটি সন্তানও রয়েছে৷ কথার জালে সহজেই তিনি সহানুভূতি এবং বিশ্বাস অর্জন করতে পারতেন।
advertisement
এর আগের একটি মামলায় প্রায় ধরা পড়ে গিয়েছিলেন সামিরা৷ কিন্তু সে যাত্রা নিজেকে অন্তঃসত্ত্বা বলে মিথ্যা দাবি করে গ্রেফতারি এড়াতে সক্ষম হয়েছিলেন৷ অবশেষে গত ২৯ জুলাই নাগপুরের একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয় এই ঠগিনীকে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Looteri Wife: মায়াবী কথার ফাঁদে ফেলে একে একে ৮ জন পুরুষকে ‘বিয়ে’ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার! নবম বার বিয়ের আগে ধরা পড়লেন ঠগিনী শিক্ষিকা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement