সকাল থেকে দফায় দফায় এনসিপি ও কংগ্রেসের সঙ্গে বৈঠকেও হল না শেষরক্ষা ৷ ১১ নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় শেষ শিবসেনাকে দেওয়া রাজ্যপালের সময়সীমা ৷ সরকার গঠনের জন্য রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে এনসিপি এর সঙ্গে জোট গড়ে আদিত্য ঠাকরে ও একনাথ শিন্ডে পৌঁছান ৷ রাজভবনে পৌঁছনোর পরেও শেষ হল না সরকার গঠনের নাটক ৷ সময় শেষের এক মিনিট আগে কংগ্রেসের চিঠি পৌঁছলেও তাতে সমর্থনের ব্যাপারে পরিষ্কার কিছু বলা ছিল না ৷ চিঠিতে কংগ্রেসের বক্তব্য, এব্যাপারে সিদ্ধান্তের জন্য তারা এনসিপির সঙ্গে আরও খানিকটা আলোচনা করতে চায় ৷ উল্লেখ্য, সরকার গড়তে শিবসেনার প্রয়োজন ছিল মোট ১৪৫ জন বিধায়ক ৷সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে শিবসেনা চিঠি লিখে রাজ্যপালের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় চাইলেও সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এরপরই সরকার গঠনের জন্য ডাক যায় NCP-এর কাছে ৷
advertisement
এখন রাজ্য থেকে জাতীয় রাজনীতির নজর শরদ পাওয়ারের দিকে ৷ তবে কি কংগ্রেসের সঙ্গে মসনদে বসবে এনসিপি ৷ সেক্ষেত্রে তাদেরও দরকার আরও সমর্থন ৷ মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার ১৪৫ ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫টি আসন৷ অন্যদিকে শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন ৷ সূত্রের খবর, অজিত পাওয়ারের নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যায় NCP৷ দলীয় সূত্রে খবর, রাজ্যপালের সরকার গঠনের আমন্ত্রণ তাদের কাছে সরকারীভাবে পৌঁছলেই তারা কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসবে ৷