আরও পড়ুন- ২০২৪-এ তৃণমূলের নজর উত্তরপূর্বে! মেঘালয়ে সদস্য সংগ্রহের সূচনা করলেন অভিষেক
রাজ্যপাল জানিয়েছেন, ক্ষমতার পরীক্ষা সরাসরি সম্প্রচার করা হবে এবং একটি স্বাধীন সংস্থার মাধ্যমে বিধানসভা সচিবালয় ক্যামেরায় রেকর্ড থাকবে। “অবাধ ও সুষ্ঠু ভোটদান নিশ্চিত করার জন্য ভোট গণনার উদ্দেশ্যে সদস্যদের তাঁদের আসন থেকে উঠে বলার মাধ্যমে ভোট পরিচালনা করা হবে..” বলেন রাজ্যপাল কোশিয়ারি।
advertisement
দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বে বিজেপি নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করার এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করার একদিন পরেই রাজ্যপাল শক্তি পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং একে বেআইনি বলে অভিহিত করে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উদ্ধব ঠাকরে। আজই বিকেল পাঁচটায় তাঁর আবেদনের শুনানি করবে শীর্ষ আদালত।
আরও পড়ুন- দেশজুড়ে বিরোধিতা কংগ্রেসের, অগ্নিপথকে সমর্থন করে অস্বস্তি বাড়ালেন দলেরই সাংসদ!
অন্যদিকে শিবসেনা বিদ্রোহীরা বুধবারই গুয়াহাটি থেকে গোয়ায় চলে যাচ্ছেন। ডেপুটি স্পিকারকে শিন্দে সহ ১৬ জন বিধায়ককে ‘ডিসকোয়ালিফাই’ ঘোষণা করার জন্য বলেছিলেন উদ্ধব। বিদ্রোহী শিবির এই পদক্ষেপকে বেআইনি বলে দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
আদালত বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নোটিশের জবাব দেওয়ার জন্য ১২ জুলাই পর্যন্ত সময় দিয়েছে। প্রায় ৪০ জন শিবসেনা বিধায়ক উদ্ধব ঠাকরের শিবির ত্যাগ করে একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন। গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলে এক সপ্তাহ থাকার পরে, বিধায়করা অনাস্থা ভোটে অংশ নিতে মুম্বই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে গোয়াতে যাবেন।