সোমবার ভোরে সাতারার গ্রামের বাড়ি থেকে মুম্বাইয়ে ফেরেন একনাথ শিন্ডে৷ সাতারার গ্রামের বাড়িতে গিয়ে শিন্ডে জ্বরে আক্রান্ত হন৷ শরীরের তাপমাত্রাও অনেকটাই বেড়ে যায়৷ মুম্বাই ফেরার পর চিকিৎসকের পরামর্শেই সমস্ত বৈঠক বাতিল করেছেন তিনি৷ অসুস্থতার খবর পেয়েই শিন্ডেকে ফোন করেন ফড়ণবীশ৷
আরও পড়ুন: বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানোর দাবি মমতার, চাপ বাড়ালেন কেন্দ্রের উপরে
advertisement
প্রথমে দিল্লি থেকে ফিরেই শিন্ডের আচমকা গ্রামের বাড়িতে চলে যাওয়া এবং তার পর তাঁর শারীরিক অসুস্থতার কারণে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা এবং সরকার গঠন প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে৷
তবে রবিবার শিন্ডে নিজেই জানান, যেহেতু বিজেপি জোটের মধ্যে সর্বাধিক ১৩২টি আসন পেয়েছে, তাই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তারাই সিদ্ধান্ত নেবে৷ বিজেপি-র নেওয়া সিদ্ধান্তে তাঁর সর্বাত্মক সমর্থন থাকবে বলেও দাবি করেন শিন্ডে৷ তিনি আরও জানান, মন্ত্রিসভা এবং সরকার গঠন নিয়ে দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ারের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি৷ মঙ্গলবার সেই বৈঠক হতে পারে৷
বিজেপি সূত্রে খবর, ৪ ডিসেম্বর দেবেন্দ্র ফড়ণবীশকে পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হবে৷ এখনও একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী হিসেবে ধরেই এগোচ্ছে বিজেপি৷
