প্রসঙ্গত, বিধানসভার ফল প্রকাশের পর থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন সেই নিয়ে টানাপোড়েন শুরু চলে দুই নেতা একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়ণবীশের মধ্যে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে কার্যত অনড় ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অবশেষে গত মঙ্গলবার দুই নেতার মধ্যে দীর্ঘ বৈঠকের পর বরফ গলেছে। বিজেপির প্রস্তাব মেনে নিয়ে উপমুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হন শিন্ডে৷
advertisement
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে গত ১১ দিন ধরে টানাপোড়েন চলছিল৷ বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়ণবীশের নাম চূড়ান্ত করেছিল৷ কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও নিজের অসন্তোষ স্পষ্ট করে দেন শিন্ডে৷
তাঁর দলের নেতারা জানিয়েও দেন, উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না শিন্ডে৷ তাঁদের যুক্তি ছিল, মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর কাউকে উপমুখ্যমন্ত্রীর পদে মানায় না৷ শিন্ডে অবশ্য মুখে দাবি করেছিলেন, বিজেপি-র সিদ্ধান্তই তিনি মেনে নেবেন৷ নতুন সরকারে পূর্ণ সমর্থন থাকবে তাঁর৷