রাজনৈতিক মহলের অনুমান, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীশই। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কী এমন বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
আরও পড়ুন: শরীরে একাধিক আঘাত, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ভয়ঙ্কর মৃত্যু! কী করেছেন ‘বাড়ির লোক’?
দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে একনাথ শিন্ডে বলেন, ‘ইতিবাচক বৈঠক হয়েছে। আমরা অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে। এরপর মহায্যুতি জোটের আরও একটি বৈঠক হবে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে মুখ্যমন্ত্রী কে হবেন। সেই বৈঠকটি মুম্বইতে অনুষ্ঠিত হবে।’
advertisement
বিধানসভা নির্বাচনে ২৮৮-র মধ্যে ২৩৩টি আসনে জয় পেয়েছে মহায্যুতি জোট। তার মধ্যে আবার বিজেপি একাই ১৩২টি আসনে জিতেছে। এই আবহে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। দেবেন্দ্র ফড়ণবীশকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার বিষয়ে অনড় বিজেপি। তবে সূত্রের দাবি, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে ইচ্ছুক নন। ফলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে এখনও জট কাটল না।