আরও পড়ুন- "আপনি এখন সংখ্যালঘু": মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে স্পষ্ট বার্তা রাজ্যপালের
যে বৈঠক উদ্ধব ঠাকরে বলেন, যে বিদ্রোহীরা গুয়াহাটিতে রয়েছেন, তাঁদের উদ্দেশ্য়ে বলছি, আপনারা অসমে কেন চলে গেলেন, কেন আপনার মাতশ্রীতে এলেন না। কেন আপনাদের কথা আমাদের বললেন না। আমার সঙ্গে কথা বলতেন, সকলের সঙ্গে কথা বলতেন, তাতেই সব কিছু স্বাভাবিক হত। কেন আপনারা এলেন না। আপনারা কালকে আসুন। আপনারা দায়িত্ব নিন। কালকে এসে আপনারা আস্থা ভোটের সামনে দাঁড়ান। তা হলেই হবে। কে কী সংখ্যা পাচ্ছে, তা নিয়ে আমার চিন্তা নেই। আমার পাশে যদি একজনও আমার সমর্থক হয়ে থাকেন, তা হলেই হবে। হতে পারে বৃহস্পতিবার আপনারা আস্থা ভোটে জয় পেলেন, কিন্তু তাতে কী হবে। বিদ্রোহী বিধায়কদের তিনি বলেন, যাঁদের শিবসেনা রাজকীয় জন্ম দিয়েছে, যাঁদের শিব সৈনিকরা বড় করেছে। তাঁদের ছেলেকেই এখন মাটিতে ফেলার চেষ্টা করছে। এই পাপ আমার, আমাকেই সহ্য করতে হবে।
advertisement
আরও পড়ুন- ২০২৪-এ তৃণমূলের নজর উত্তরপূর্বে! মেঘালয়ে সদস্য সংগ্রহের সূচনা করলেন অভিষেক
শেষে আবেগ তাড়িত উদ্ধব বলেন, আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে কোনও দুঃখ পাচ্ছি না। আমরা মারাঠিদের জন্য কাজ করেছি, হিন্দুদের জন্য কাজ করেছি। আমরা আস্থা ভোটে সামনে দাঁড়াতে চাই না। আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়ছি। মুখ্যমন্ত্রী পদের পাশাপাশি আমি বিধান পরিষদের পর থেকেও আমি ইস্তফা দিচ্ছি। শিবসেনাকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।