আরও পড়ুন : একটু পরেই দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে ঝড়বৃষ্টি নামবে
এই মর্মে ইতিমধ্যেই জেল (Prison) প্রশাসনের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের কারামন্ত্রী ধরমবীর প্রজাপতি। এমনটাই শুক্রবার জানা গিয়েছে। নিয়মমতো প্রতিদিন সকালে প্রার্থনার পরে বন্দিদের শোনানো হবে এই দু’ টি মন্ত্র। জেলে থাকা বন্দিদের মানসিক শান্তি ও সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করবে এই দুই মন্ত্র (Gayatri Mantra In Prison) এমনটাই মনে করা হচ্ছে। যার ফলে জেলের মধ্যে পরিবেশ শান্ত থাকবে। শুধু তাই নয়, বন্দিদের দুশ্চিন্তা দূর হবে এই দুই মন্ত্রের মাধ্যমে।
advertisement
এছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্দি ও সংশোধনাগারের সর্বাঙ্গীন উন্নয়নে। জেলের মধ্যে প্লাস্টিকের বোতল ব্যবহার করায় নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে। বন্দিদের সঙ্গে তাদের আত্মীয়দের দেখা করার ব্যবস্থা ভারচুয়ালি করতে হবে বলেও জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন : 'অত্যন্ত শক্তিশালী বোমা রাখা আছে...': হুমকি ইমেলে মুহূর্তে খালি বেঙ্গালুরুর ৬টি স্কুল!
ধরমবীর প্রজাপতির মতে, “ভারতের মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন। আমি মনে করি মন্ত্র, প্রার্থনা এসবের মাধ্যমে পরিবেশ শান্ত থাকে। আমাদের সরকার মনে করে, এই ধরণের ভারতীয় চিরন্তন ধারার মন্ত্র শুনে উপকৃত হবেন বন্দিরা। তাঁদের মানসিক উৎকর্ষতা বাড়বে (Gayatri Mantra In Prison) এবং যে ভুল করে তারা সংশোধনাগারে এসেছেন, সেই ভুল উপলব্ধি করতে পারবেন। আমরা চাই বন্দিদের ভাল মানুষ করে তুলতে।”