ঘটনাটি মধ্যপ্রদেশ (Madhya Pradesh )-এর রাইসেন জেলার ভামোরি ফরেস্ট রেঞ্জের। সেখানে দু’টি সেগুন গাছ কাটার জন্য জরিমানা করা হল ১ কোটি ২১ লক্ষ টাকা । অভিযুক্তের নাম ছোটে লাল ভিলালা (৩০) । সিলভানি গ্রামের বাসিন্দা সে । জানা গিয়েছে গত ৫ জানুয়ারি জঙ্গলের গাছ কেটে পাচার করছিল সে । স্থানীয় সূত্রে সেই খবর যায় বনকর্মীদের কাছে । কিন্তু ছোটে লালকে ধরার আগেই সে পালিয়ে যায় । অবশেষে গত ২৬ এপ্রিল তাকে গ্রেফতার করা হয় । ভামোরি ফরেস্ট রেঞ্জার মহেন্দ্র সিং ছোটে লালের ১ কোটি ২১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেন ।
advertisement
কী ভাবে এই টাকা ধার্য্য করা হল? মহেন্দ্র সিং জানিয়েছেন, এই টাকার পরিমাণ তিনি বৈজ্ঞানিক ভিত্তিতে করেছেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনের গবেষণা থেকে এই হিসেব করা হয়েছে । দু’টি সেগুন গাছ সারা জীবনে যা অক্সিজেন দিত তার পরিমাণ এবং দাম হিসাব করে এই জরিমানা করা হয়েছে। গাছগুলির গড় আয়ু ধরা হয়েছে ৫০ বছর। এই সময়কালে গাছগুলি থেকে যে উপকার মিলত, তার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। একটি গাছ সারা জীবনে ১২ লাখ টাকার অক্সিজেন উৎপাদন করে । এর পাশাপাশি ভূমিক্ষয় রোধ, বায়ু দূষণ রোধে যা সাহায্য করে তার আর্থিক পরিমাণও গড়ে ২৪ লাখ টাকা । সব মিলিয়ে দু’টি গাছের জন্য ১ কোটি ২১ লাখ টাকা ধার্য করা হয়েছে ।
হয়তো এত বছর পর আমাদের সত্যিকারের টনক নড়েছে । যখন একটু অক্সিজেন পেতে মরিয়া হয়ে উঠেছি আমরা, ঠিক তখনই বুঝতে পারছি একটা গাছের গুরুত্ব ঠিক কতখানি । গাছ কাটায় এই বিপুল পরিমাণ জরিমানা ধার্য করার ঘটনা দেশের মধ্যে এই প্রথম । ছোটে লাল ও তার পরিবার অবশ্য জানিয়েছে, গোটা গ্রামের সকলে মিলে চেষ্টা করলেও তাদের পক্ষে এই জরিমানা মেটানো কার্যত অসম্ভব ।