TRENDING:

নেই শববাহী গাড়ি, মায়ের মৃত দেহ বাইকে চাপিয়ে মর্গে গেলেন ছেলে

Last Updated:

ওড়িশার সেই দানা মাঝিকে মনে পড়ে ? যিনি অর্থের অভাবে স্ত্রীয়ের মৃতদেহ কাঁধে করে হেঁটে ছিলেন প্রায় ৩৫ মাইল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিকমগড়: ওড়িশার সেই দানা মাঝিকে মনে পড়ে ? যিনি অর্থের অভাবে স্ত্রীয়ের মৃতদেহ কাঁধে করে হেঁটে ছিলেন প্রায় ৩৫ মাইল ৷ সেরকমই এক ঘটনার সাক্ষী করল উত্তরপ্রদেশের তিকমগড় গ্রাম ৷ এই গ্রামেরই এক ছেলে, তাঁর মায়ের মৃতদেহকে বাইকে চাপিয়ে নিয়ে গেলেন মর্গে ! এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড় উঠল নেট দুনিয়ায় ৷
advertisement

উত্তরপ্রদেশের তিকমগড়ের মস্তপুর গ্রামের বাসিন্দা কুনওয়ারবাঈ ছিলেন কাজে ব্যস্ত ৷ হঠাৎই কাজের মাঝে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ সময় কাটতেই আত্মীয়স্বজ্জনরা বুঝে যান, কুনওয়ারবাঈকে সাপে কেটেছে ৷ দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ৷ তবে সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ পুলিশ সিদ্ধান্ত নেয়, কুওয়ারাবাঈয়ের দেহ ময়নাতদন্ত করা উচিত ৷ কিন্তু মর্গে দেহ নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ির বন্দোবস্ত করতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অবশেষে ছেলে মায়ের মৃতদেহকে বাইকে চাপিয়েই মর্গে রওনা দেন ৷

advertisement

আরও পড়ুন 

লটারির লোভে খোয়ালেন ১২ লক্ষ টাকা, প্রতারণার শিকার সরকারি চিকিৎক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাসপাতাল থেকে মর্গের দুরত্ব ৩৫ কিলোমিটার ৷ এমনকী, ময়নাতদন্তের পর মায়ের মৃতদেহ গ্রামেও ফিরিয়ে আনলেন ছেলে ৷ এই ঘটনা নজরে আসতেই তোলপাড় পড়ে যায় গোটা মধ্যপ্রদেশে ৷ অনেকেই প্রশ্ন করেন মধ্যপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ৷ গোটা ঘটনার ভিডিও একে একে শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়া ৷ ওঠে তুমুল বিতর্ক ৷ বার বারই মনে পড়ে যায় ওড়িশার সেই দানা মাঝির ঘটনা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নেই শববাহী গাড়ি, মায়ের মৃত দেহ বাইকে চাপিয়ে মর্গে গেলেন ছেলে