শুনতে অবাক লাগলেও এই দল তৈরি হয়েছে মাত্র তিন মাস আগে। এখনও পর্যন্ত যা খবর এসেছে, দক্ষিণ রাজস্থানে একা লড়ে ভাল সাফল্য পেয়েছে এই দল। ৪টি আসনে এগিয়ে রয়েছে। একটি আসনে জয়ী ঘোষণা হয়েছে। এই দল গঠনের পরে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের হাজার হাজার আদিবাসী সম্প্রদায় এই দলে যোগ দেন। এই দলের জাতীয় সভাপতি মোহনলাল রট।
advertisement
প্রথমে রাজস্থানে গুজরাত ভিত্তিক দল ভারতীয় ট্রাইবাল পার্টি বা বিটিপির রমরমা ছিল। কিন্তু ২০২০ সালে কংগ্রেস সরকারকে সমর্থন করা নিয়ে দল কার্যত দুই ভাগ হয়ে যায়। বিটিপি থেকে বিচ্ছিন্ন হয়ে মাত্র তিন মাস আগে ‘বাপ’ পার্টি আত্মপ্রকাশ করে।
আরও পড়ুন, শুরু চার রাজ্যের ভোট গণনা, বিধানসভা নির্বাচনের লাইভ রেজাল্ট জেনে নিন
আরও পড়ুন, তেলঙ্গানায় জয়ের আশায় কংগ্রেস, জিতলে কৌশলী হিসাবে তারকা হবেন সুনীল
ভারতীয় আদিবাসী পার্টির এই তালিকায় সবচেয়ে বড় নাম চৌরাসীর বিধায়ক রাজকুমার রোট। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তিনি ফের জয়ী হয়েছেন। ২০১৮ সালেও তিনি বিটিপি থেকে জয়ী হয়েছিলেন। চলতি রাজস্থান বিধানসভা নির্বাচনে বাপ পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এক দিন আগে রাজস্থান বিধানসভা নির্বাচন ভারতীয় আদিবাসী পার্টি অর্থাৎ বাপ পার্টি জানিয়েছিল, রাজস্থানের ভোটে নির্ণায়ক ভূমিকা পালন করবে তারাই। বিজেপি এবং কংগ্রেস দুই দলকেই তাদের কাছে আসতে হবে সরকার গঠনের জন্য। কিন্তু এখনও পর্যন্ত রাজস্থানে যা ইঙ্গিত মিলছে, তাতে বিজেপি এগিয়ে রয়েছে ১১৫টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬৮টি আসনে। অন্যান্য ১৬টি আসনে।