TRENDING:

Madhyapradesh | Exit Poll: মধ্যপ্রদেশ জুড়ে গেরুয়া ঝড়! বুথ ফেরত সমীক্ষায় কার্যত উড়ে গেল কমলনাথের কংগ্রেস

Last Updated:

টিভি৯ -এর সমীক্ষা বলছে ১০৬-১১৬টি আসন পাচ্ছে বিজেপি, ১১১-১২১টি পেতে পারে কংগ্রেস, ০-৬টি আসন পেতে পারে অন্যান্যেরা৷ রিপাবলিক টিভি-র সমীক্ষা অনুযায়ী বিজেপি পেচে পারে ১১৮-১৩০টি আসন, কংগ্রেস ৯৭-১০৭, অন্যান্য ০-২ আসন৷ নিউজ২৪-টুডেস চাণক্য এক্সিট পোল বলছে ২০২৩ এর বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপি পেতে চলেছে ১৫১ টি আসন, কংগ্রেস ৭৪টি এবং অন্যান্য ৫৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যপ্রদেশে: মধ্যপ্রদেশে ‘মামাজি’ ম্যাজিক৷ তিন শব্দে বললে বুথ ফেরত একাধিক সমীক্ষার ফলাফল অন্তত তা-ই বলছে৷ রাজনৈতিক মহলে এই ‘মামা’ নামেই পরিচিত বিজেপির শিবরাজ সিং চৌহান৷ অ্যাক্সিস মাই ইন্ডিয়া থেকে শুরু করে ‘জন কী বাত’, টিভি৯, পোল স্টার্ট, রিপাবলিক টিভি, সকলের বুথ ফেরত সমীক্ষা বলছে মূলত শিবরাজের সৌজন্যেই মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরছে বিজেপি৷ আর পঞ্চম বারের জন্য ফিরছেন খোদ শিবরাজ সিং চৌহান৷ পোল অফ পোলসের ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশে বিজেপি পেতে চলেছে ১৩০টি আসন, কংগ্রেস ৯৭টি এবং অন্যান্য ৩টি৷ এমনকি, কমলনাথের খাসতালুক হিসাবে চিহ্নিত ছিন্দওয়াড়াতেও তেমন প্রভাব ফেলতে পারেনি কংগ্রেস৷
advertisement

প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফল নয়৷ এর সঙ্গে মূল ফলাফল মিলতে না-ও পারে৷ আবার অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে যায় নির্বাচনের আসল ফলাফল৷ অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ২০২৩ এর নির্বাচনে বিজেপি পেতে পারে ১৪০-১৬২ টি আসন, কংগ্রেস ৬৮-৯০, বিএসপি ০-২ এবং অন্যান্য ০-১৷

advertisement

আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি

টিভি৯ -এর সমীক্ষা বলছে ১০৬-১১৬টি আসন পাচ্ছে বিজেপি, ১১১-১২১টি পেতে পারে কংগ্রেস, ০-৬টি আসন পেতে পারে অন্যান্যেরা৷ রিপাবলিক টিভি-র সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৮-১৩০টি আসন, কংগ্রেস ৯৭-১০৭, অন্যান্য ০-২ আসন৷ নিউজ২৪-টুডেস চাণক্য এক্সিট পোল বলছে ২০২৩ এর বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপি পেতে চলেছে ১৫১ টি আসন, কংগ্রেস ৭৪টি এবং অন্যান্য ৫৷

advertisement

ভোটারদের আকর্ষণ করতে মধ্যপ্রদেশে কোনও কসুর করেনি দুই যুযুধান পক্ষ৷ কিন্তু, এক সময় যাকে ‘রেউড়ি রাজনীতি’ বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির, বিজেপির ক্ষেত্রে মধ্যপ্রদেশে সেটাই তাদের তুরুপের তাস হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে৷ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ কায়দায় শিবরাজ ‘লাডলি বহেন যোজনা’৷ যার অঙ্ক ভোটে জেতার পরে ১ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷

advertisement

এছাড়াও, বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য একের পর এক সুবিধার অঙ্গীকার করা হয়েছে৷ কন্যাসন্তানকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য, উজ্জ্বলা ও লাডলি বহেন যোজনার আওতায় থাকা পরিবারকে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার৷ এমনকি, সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণ এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা ব্যক্তিদের জন্য সংরক্ষণের সিদ্ধান্তও ঘোষণা করেছিলেন শিবরাজ৷ এই সবই ভোটবাক্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷ বুথফেরত সমীক্ষাতেও দেখা গিয়েছে মধ্যপ্রদেশে বিজেপির প্রাপ্য ভোটের ৫০ শতাংশই আসতে পারে মহিলাদের কাছ থেকে৷

advertisement

আরও পড়ুন: ‘জ্যোতিপ্রিয় জেলে, কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মধ্যপ্রদেশের মোট আসন সংখ্যা ২৩০৷ ম্যাজিক ফিগার ১১৬৷ ২০১৩ সালে তার মধ্যে ১৬৫টি জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি৷ কিন্তু, ২০১৮ সালে পাল্টে যায় পাশা৷ কেন্দ্রে মোদি-রাজ যখন মধ্যগগনে, তখন ১১৪ আসন পেয়ে মধ্যপ্রদেশের কুরশি দখল করে কমলনাথের কংগ্রেস৷ বিজেপি সেবার পেয়েছিল ১০৯টি আসন৷ যদিও ২০২০ সালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবিরের বিদ্রোহে ক্ষমতা হারাতে হয় মধ্যপ্রদেশের ‘নির্বাচিত’ কংগ্রেস সরকারকে৷ ভোপালের মসনদে বসেন শিবরাজ সিং চৌহান৷ চতুর্থ বারের মতো৷ বুথ ফেরত সমীক্ষার ফলাফল মিলে গেলে, মধ্যপ্রদেশে পঞ্চমবারের মতো সরকার গঠন করবেন শিবরাজ সিং চৌহান৷

বাংলা খবর/ খবর/দেশ/
Madhyapradesh | Exit Poll: মধ্যপ্রদেশ জুড়ে গেরুয়া ঝড়! বুথ ফেরত সমীক্ষায় কার্যত উড়ে গেল কমলনাথের কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল