আরও পড়ুন- ভ্রমণ করতে হলেই বাধ্যতামূলক ভ্যাকসিনের বুস্টার ডোজ? সিদ্ধান্ত জানাবে কেন্দ্র
আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, সরকারের এমন অনেক পরিচয় পত্রেই নাম বিভ্রাটের ঘটনা নতুন নয়। শনিবার বিলসি তহসিলের রায়পুর গ্রামের বাসিন্দা দীনেশ তাঁর মেয়ে আরতিকে ভর্তি করাতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে যান। স্কুলের কর্মকর্তারা জানিয়েছেন, একতা বর্ষণি নামে একজন শিক্ষিকা মেয়েকে ভর্তি (Madhu ka Panchwa Baccha) করাতে অস্বীকার করেন। দীনেশকে আধার কার্ড সংশোধন (Madhu ka Panchwa Baccha) করে আনতে বলেন ওই শিক্ষিকা।
advertisement
আরও পড়ুন- শুধু প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন নয়, বাড়তে পারে ডায়াবেটিসের এই সব ওষুধের দামও
জেলাশাসক দীপা রঞ্জন জানান, পোস্ট অফিস ও ব্যাঙ্কে আধার কার্ড তৈরি করা হচ্ছে। চরম অবহেলার কারণেই এমন ভুল (Madhu ka Panchwa Baccha) হয়েছে। “আমরা ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের আধিকারিকদের সতর্ক করব এবং এই ধরনের অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি। ‘মধু কা পাঁচওয়া বাচ্চা’ (Madhu ka Panchwa Baccha) লেখা আধার কার্ডের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।