TRENDING:

ভেড়ার দাম উঠল ৭০ লাখ ! ক্রেতার কাছে অফার পেয়ে হতবাক মহারাষ্ট্রের বিক্রেতা

Last Updated:

শিরোনামটা ঠিকই পড়েছেন ৷ একটি ভেড়ার দাম ৭০ লাখ টাকা ! না এ ভেড়া মোটেই এমনি সেমনি ভেড়া নয়, এই ভেড়া হলো ‘Madgyal ’ জাতের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিরোনামটা ঠিকই পড়েছেন ৷ একটি ভেড়ার দাম ৭০ লাখ টাকা ! না এ ভেড়া মোটেই এমনি সেমনি ভেড়া নয়, এই ভেড়া হলো ‘Madgyal ’ জাতের ৷ এরা দেখতে অনেকটাই লম্বা এবং রেশমের মতো লোম বিশিষ্ট ৷ বাজারে সব সময়ই এদের দাম বেশ বড়সড় করে হাঁকা হয় ৷ তবে ৭০ লাখ টাকা কখনও ওঠে না, এরকমটিই জানা যায় !
advertisement

খবর অনুযায়ী, মহারাষ্ট্রের এক ভেড়া বিক্রেতার কাছে এক ক্রেতা ভেড়া কিনতে এসে অফার দিল একটি ভেড়ার দাম ৭০ লাখ টাকা ! ক্রেতার মুখে এরকম দাম শুনে তো তাজ্জব বিক্রেতা ৷

তবে ৭০ লাখেও তাঁর প্রিয় ভেড়া, যার নাম সারজা ! তাঁকে বেঁচতে চাননি বিক্রেতা বাবু মেটকারি ৷ বাবু জানিয়েছেন, তিনি ক্রেতাকে মুখের ওপর না করে এবং ভেড়ার দাম বাড়িয়ে বলেছেন দেড় কোটি টাকা ! তারপর ক্রেতা নাকি ভেড়ার কেনার আশা ছেড়ে চলে যান !

advertisement

বাবু জানিয়েছেন, ‘আমার এই ভেড়া সারজা আমার ও আমার পরিবারের কাছে খুবই প্রিয় ৷ এ আমাদের ঘরের লক্ষ্মী বলা ভাল লাকি চার্ম ৷ একে কখনই বিক্রি করব না ৷ আমি জানি বাজারে এ জাতের ভেড়ার দাম অনেক ৷ তবুও আমি আমার ভেড়া বেঁচতে নারাজ !’

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

এই জাতের ভেড়া যাতে লুপ্ত না হয়ে যায়, তা নিয়ে নানা উদ্যোগ নিচ্ছে সরকার ৷ এমনকী, সাধারণ ভেড়ার সঙ্গে এই ভেড়ার যৌনসঙ্গমও করানো হচ্ছে, এই জাতকে ধরে রাখার জন্য ৷ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে সঙ্গলি জেলায় যেখানে নাকি সবচেয়ে বেশি এই জাতের ভেড়া পাওয়া যায়, সেখানে এই ভেড়ার সংখ্যা দেড় লাখ থেকেও বেশি !

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভেড়ার দাম উঠল ৭০ লাখ ! ক্রেতার কাছে অফার পেয়ে হতবাক মহারাষ্ট্রের বিক্রেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল