আরও পড়ুন:উত্তরপ্রদেশের ৩৬ সাংসদকে প্রাতঃরাশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের
গত বিধানসভা নির্বাচনে বাংলার দুর্গাপুজো নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের ব্যাপক সমালোচনা করেছিল বিজেপি। বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয়না বলে মন্তব্য করেছিলেন একাধিক বিজেপি নেতারা। ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়ে সেই সমস্ত বিজপি নেতাকে যোগ্য জবাব দিয়েছে বলে মত তৃণমূল নেতৃত্বের। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায়, "ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকাভুক্ত করার খবর শুনে মুখ লুকানোর জায়গা খুঁজছেন বিজেপি নেতারা।"
advertisement
আরও পড়ুন:ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক
অন্যদিকে, এদিন দিল্লিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, "দুর্গাপুজো যে বন্ধ হতে বসেছিল সবাই জানে। দুর্গাপুজোর অনুমতি পেতে হাইকোর্টে যেতে হয়েছে। প্রতিমা বিসর্জনের অনুমতি, পুজোর অনুমতি সবের জন্যই আদালতের কড়া নাড়তে হয়েছে। কেন যেতে হয়েছে আদালতে তার জবাব দিক তৃণমূল?" তিনি আরও বলেছেন, বাংলার দুর্গাপুজো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায়। তিনি অনুমতি দিলে তবেই দুর্গাপুজো করা যায়, তিনি অনুমতি না দিলে দুর্গাপুজো করা যায় না।
দিলীপ ঘোষ আরও বলেছেন, "তৃণমূল মনে করছে ওরাই বাংলায় দুর্গাপুজো চালু করেছে।" প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকাল থেকে সোস্যাল মিডিয়ায় উপচে পড়েছে অভিনন্দন। দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি সমগ্র বাংলাকে জগৎসভায় উচ্চস্থানে বসিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। ইউনেস্কোর স্বীকৃতিতে বাংলাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা।
RAJIB CHAKRABORTY