TRENDING:

M. Venkaiah Naidu: বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি অত্যন্ত আনন্দ ও গর্বের: এম ভেঙ্কাইয়া নাইডু

Last Updated:

এদিন রাজ্যসভায় চেয়ারম্যান বলেছেন, "বাংলার দুর্গাপূজাকে ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকাভুক্ত করা হয়েছে। এটি খুবই আনন্দ ও গর্বের।" 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাংলার দুর্গাপুজোকে (Durga Puja) ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি দেওয়া নিয়ে সরগরম হয়ে উঠল রাজধানীর রাজনীতি। রাজ্যসভায় (Rajyasabha) বাংলার দুর্গাপুজো স্বীকৃতি পাওয়ার প্রশংসা করে গর্বিত বলে জানালেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু (M Venkaia Naidu)। একইসঙ্গে তিনি বলেন, এই ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব সবার। এদিন রাজ্যসভায় চেয়ারম্যান বলেছেন, "বাংলার দুর্গাপূজাকে ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকাভুক্ত করা হয়েছে। এটি খুবই আনন্দ ও গর্বের।" বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি পুরো ভারতবর্ষের গর্বের বিষয় বলে রাজ্যসভায় বিবৃতি দেন চেয়ারম্যান। সভায় উপস্থিত অন্যান্য সাংসদরাও অভিনন্দন জানান।
advertisement

আরও পড়ুন:উত্তরপ্রদেশের ৩৬ সাংসদকে প্রাতঃরাশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

গত বিধানসভা নির্বাচনে বাংলার দুর্গাপুজো নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের ব্যাপক সমালোচনা করেছিল বিজেপি। বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয়না বলে মন্তব্য করেছিলেন একাধিক বিজেপি নেতারা। ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়ে সেই সমস্ত বিজপি নেতাকে যোগ্য জবাব দিয়েছে বলে মত তৃণমূল নেতৃত্বের। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায়, "ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকাভুক্ত করার খবর শুনে মুখ লুকানোর জায়গা খুঁজছেন বিজেপি নেতারা।"

advertisement

আরও পড়ুন:ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক

অন্যদিকে, এদিন দিল্লিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, "দুর্গাপুজো যে বন্ধ হতে বসেছিল সবাই জানে। দুর্গাপুজোর অনুমতি পেতে হাইকোর্টে যেতে হয়েছে। প্রতিমা বিসর্জনের অনুমতি, পুজোর অনুমতি সবের জন্যই আদালতের কড়া নাড়তে হয়েছে। কেন যেতে হয়েছে আদালতে তার জবাব দিক তৃণমূল?" তিনি আরও বলেছেন, বাংলার দুর্গাপুজো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায়। তিনি অনুমতি দিলে তবেই দুর্গাপুজো করা যায়, তিনি অনুমতি না দিলে দুর্গাপুজো করা যায় না।

advertisement

দিলীপ ঘোষ আরও বলেছেন, "তৃণমূল মনে করছে ওরাই বাংলায় দুর্গাপুজো চালু করেছে।" প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকাল থেকে সোস্যাল মিডিয়ায় উপচে পড়েছে অভিনন্দন। দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি সমগ্র বাংলাকে জগৎসভায় উচ্চস্থানে বসিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। ইউনেস্কোর স্বীকৃতিতে বাংলাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

বাংলা খবর/ খবর/দেশ/
M. Venkaiah Naidu: বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি অত্যন্ত আনন্দ ও গর্বের: এম ভেঙ্কাইয়া নাইডু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল