TRENDING:

গতি বাড়ছে রেলের, লামডিং-ডিব্রুগড় সেকশনের রেলওয়ে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে

Last Updated:

দ্রুত গতিতে এবার চলবে রেল দেশের উত্তর পূর্ব অংশে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: গত দু’দিন ধরে মরিয়নি-সিমলুগুড়ি এবং সিমলুগুড়ি-ডিব্রুগড় সেকশন ভায়া মরানহাটে চলমান বৈদ্যুতিকীকরণের কাজ পরিদর্শন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। এই বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ওভারহেড ইকুইপমেন্ট (OHE)-এর মাধ্যমে গুয়াহাটির সঙ্গে ডিব্রুগড়ের প্রত্যক্ষ সংযোগ ঘটবে, ফলে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এবং অন্যান্য সুপারফাস্ট ট্রেনগুলি ইলেকট্রিক ইঞ্জিন দিয়ে চলাচল করতে সক্ষম হবে।
লামডিং-ডিব্রুগড় সেকশনের রেলওয়ে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে (File Photo)
লামডিং-ডিব্রুগড় সেকশনের রেলওয়ে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে (File Photo)
advertisement

আরও পড়ুন– মুম্বইয়ে প্রায় ৩ কোটি টাকা দিয়ে নতুন ২টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন শাহরুখ ! হঠাৎ এমন কেন সিদ্ধান্ত কিং খানের?

সিমলুগুড়ি-তিনসুকিয়া সেকশনের বৈদ্যুতিকীকরণের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে এবং ২০২৫-এর ২৫ মার্চ এটি চালু করার লক্ষ্য ধার্য করা হয়েছে। উল্লেখযোগ্য যে লামডিং-ডিমাপুর-ফরকাটিং-মরিয়নি সেকশন ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। পাশাপাশি ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে মরিয়নি-সিমলুগুড়ি-ডিব্রুগড় সেকশনের জন্য ইলেকট্রিক লোকোমোটিভের সফল পরীক্ষা সম্পূর্ণ করা হয়, যা আঞ্চলিক রেলওয়ে বৈদ্যুতিকীকরণের প্রচেষ্টায় এক উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে বিবেচিত হয়েছে।  উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে সিমালুগুড়ি-ডিব্রুগড় সেকশন এবং সহযোগী সাইডিংগুলির পাশাপাশি লামডিং-ডিব্রুগড় রুট ভায়া তিনসুকিয়ার রেলওয়ে বৈদ্যুতিকীকরণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। লামডিং ও তিনসুকিয়া ডিভিশন জুড়ে বিস্তৃত এই প্রকল্পের কাজ ২০২২-এর মে মাস থেকে শুরু করা হয়েছিল এবং এর মধ্যে ব্যাপক পরিকাঠামোমূলক উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

advertisement

আরও পড়ুন– বাবা-ছেলে দু’জনের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন, নায়কের থেকেও বেশি ছিল পারিশ্রমিক, তবে ঋষি কাপুরের সঙ্গে সেই অভিনেত্রীর জুটি মানেই ছবি ফ্লপ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই প্রকল্পের মধ্যে ৪৮৮ আরকেএম/৬৫০ টিকেএম ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) স্থাপন, পাঁচটি ট্র্যাকশন সাবস্টেশন, ২৯টি সুইচিং স্টেশন এবং ৫০ কিমি-এর বেশি বিস্তৃত পাঁচটি ট্রান্সমিশন লাইন অন্তর্ভূক্ত রয়েছে। পাশাপাশি এই প্রকল্পে পাঁচটি ওএইচই/পিএসআই ডিপো নির্মাণ, পাঁচটি টাওয়ার ওয়াগন শেড এবং ১২১টি স্টাফ কোয়ার্টার, প্রশাসনিক ভবন ও স্টেশন আপগ্রেড সহ একাধিক সিভিল স্ট্রাকচার নির্মাণ করা হবে। এই প্রকল্পের অধীনে উল্লেখযোগ্য পরিকাঠামো বৃদ্ধির মধ্যে রয়েছে মানকোটায় রোড ওভার ব্রিজ (আরওবি)-এর পুনর্নির্মাণ, ডিব্রুগড় ও ডিব্রুগড় টাউন স্টেশন জুড়ে যোগাযোগ উন্নত করা। এই গুরুত্বপূর্ণ রেল করিডোরের বৈদ্যুতিকীকরণ সম্পূর্ণ হলে পরিচালনামূলক দক্ষতা বৃদ্ধি পাবে, ডিজেলের উপর নির্ভরশীলতা হ্রাস হবে, কার্বন নির্গমন কম হবে এবং উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এই সেকশনগুলির সফল সমাপ্তি রেলওয়ে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক বৃহৎ মাইলস্টোন হিসেবে বিবেচিত হবে, যা এই অঞ্চলের জন্য মসৃণ, দ্রুত এবং আরও বেশি পরিবেশ-অনুকূল ট্রেন পরিচালনা নিশ্চিত করবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গতি বাড়ছে রেলের, লামডিং-ডিব্রুগড় সেকশনের রেলওয়ে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল