বাবা-ছেলে দু’জনের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন, নায়কের থেকেও বেশি ছিল পারিশ্রমিক, তবে ঋষি কাপুরের সঙ্গে সেই অভিনেত্রীর জুটি মানেই ছবি ফ্লপ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
শুনলে হয়তো অবাক হতে হয় যে, বহু অভিনেতার কেরিয়ার বাঁচাতেও ছবিতে সাইন করাতে হত তাঁকে। তাঁর হাজার ওয়াটের মিষ্টি হাসিতে ঘায়েল আট থেকে আশি। তবে একমাত্র ঋষি কাপুরের সঙ্গেই তাঁর জুটি ছিল ফ্লপ।
advertisement
advertisement
দীর্ঘ সময় ধরে বলিউডে রাজত্ব করছেন মাধুরী দীক্ষিত। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। সলমন খান থেকে শুরু করে শাহরুখ খান - বি-টাউনের সুপারস্টারদের সঙ্গে জুটি বেঁধেছেন। আশির দশকে ‘দয়াবান’ ছবিতে অভিনেত্রী কাজ করেছেন বিনোদ খান্নার সঙ্গে। এরপর ১৯৯৭ সালে ‘মোহব্বত’ ছবিতে বিনোদ-পুত্র অক্ষয় খান্নার সঙ্গেও জুটি বেঁধেছেন মাধুরী।
advertisement
আসলে ‘দয়াবান’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন মাধুরী। সেই সময় তা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। শুধু তা-ই নয়, বহু বছর পরে অবশ্য মাধুরী নিজেই স্বীকার করে নিয়েছিলেন যে, এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল। পরে পর্দায় বিনোদ-পুত্র অক্ষয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
advertisement
advertisement
‘অবোধ’ ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে তা ফ্লপ হিসেবে প্রমাণিত হয়। কিন্তু এই ছবির পরেই তেজাব ছবির জন্য রাতারাতি তারকা হয়ে যান মাধুরী। এমনকী অচিরেই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তকমাও লাভ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঋষি কাপুরের সঙ্গে তাঁর জুটি হিট হয়নি। মোট তিনটি ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন ঋষি কাপুর এবং মাধুরী দীক্ষিত। ১৯৯৩ সালে ছিল ‘সাহিবান’, ১৯৯৫ সালে ছিল ‘ইয়ারানা’ এবং ১৯৯৬ সালে ছিল ‘প্রেম গ্রন্থ’। এই তিনটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
advertisement