Shahrukh Khan: মুম্বইয়ে প্রায় ৩ কোটি টাকা দিয়ে নতুন ২টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন শাহরুখ ! হঠাৎ এমন কেন সিদ্ধান্ত কিং খানের?

Last Updated:
Shahrukh Khan Rent House : গত ১৪ ফেব্রুয়ারি এই দুটি অ্যাপার্টমেন্টের চুক্তি সই হয়েছে শাহরুখের। চুক্তিতে দুটি অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া মোট ভাড়া বছরে ২.৯ কোটি টাকা। অর্থাৎ, মাসে ২৪.১৫ লক্ষ টাকা।
1/5
শাহরুখ খান-বলিউডের বাদশা। মুম্বইয়ে গিয়ে তাঁর দর্শন না পেলেও তাঁর বাড়ি ‘মন্নত’-এর দর্শনে প্রায় প্রত্যেকেই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের দিকে একবার ঘুরে আসেন ৷ এ বার শাহরুখ নিয়ে শোনা যাচ্ছে আরও একটি নতুন খবর। মুম্বইয়ের সবচেয়ে অভিজাত এলাকাগুলির মধ্যে একটি পালি হিলে নাকি দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন।
শাহরুখ খান-বলিউডের বাদশা। মুম্বইয়ে গিয়ে তাঁর দর্শন না পেলেও তাঁর বাড়ি ‘মন্নত’-এর দর্শনে প্রায় প্রত্যেকেই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের দিকে একবার ঘুরে আসেন ৷ এ বার শাহরুখ নিয়ে শোনা যাচ্ছে আরও একটি নতুন খবর। মুম্বইয়ের সবচেয়ে অভিজাত এলাকাগুলির মধ্যে একটি পালি হিলে নাকি দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন।
advertisement
2/5
এই বাড়ির জন্য প্রতি বছর ২.৯০ কোটি টাকা ভাড়া দেবেন অভিনেতা। কিন্তু, হঠাৎ এই অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে গেলেন কেন শাহরুখ ?
এই বাড়ির জন্য প্রতি বছর ২.৯০ কোটি টাকা ভাড়া দেবেন অভিনেতা। কিন্তু, হঠাৎ এই অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে গেলেন কেন শাহরুখ ?
advertisement
3/5
সম্পত্তি পোর্টাল Zapkey.com অনুযায়ী, শাহরুখ খান তিন বছরের লিজে মুম্বইয়ের খার ওয়েস্ট এবং পালি হিলে দুটি হাই-এন্ড ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। এর জন্য, অভিনেতাকে ২.৯ কোটি টাকা বার্ষিক ভাড়া দিতে হবে, যার লিজ সময়কালে মোট ৮.৬৭ কোটি টাকা হবে। উভয় ইউনিটের মিলিত মাসিক ভাড়া ২৪.১৫ লক্ষ টাকা।
সম্পত্তি পোর্টাল Zapkey.com অনুযায়ী, শাহরুখ খান তিন বছরের লিজে মুম্বইয়ের খার ওয়েস্ট এবং পালি হিলে দুটি হাই-এন্ড ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। এর জন্য, অভিনেতাকে ২.৯ কোটি টাকা বার্ষিক ভাড়া দিতে হবে, যার লিজ সময়কালে মোট ৮.৬৭ কোটি টাকা হবে। উভয় ইউনিটের মিলিত মাসিক ভাড়া ২৪.১৫ লক্ষ টাকা।
advertisement
4/5
গত ১৪ ফেব্রুয়ারি এই দুটি অ্যাপার্টমেন্টের চুক্তি সই হয়েছে। চুক্তিতে দুটি অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া মোট ভাড়া বছরে ২.৯ কোটি টাকা। অর্থাৎ, মাসে ২৪.১৫ লক্ষ টাকা। এই অ্যাপার্টমেন্টগুলো পরিচালক এবং রকুল প্রীত সিংয়ের স্বামী জ্যাকি ভাগনানি এবং তাঁর বড় বোন দীপশিখা দেশমুখের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে বলে খবর।
গত ১৪ ফেব্রুয়ারি এই দুটি অ্যাপার্টমেন্টের চুক্তি সই হয়েছে। চুক্তিতে দুটি অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া মোট ভাড়া বছরে ২.৯ কোটি টাকা। অর্থাৎ, মাসে ২৪.১৫ লক্ষ টাকা। এই অ্যাপার্টমেন্টগুলো পরিচালক এবং রকুল প্রীত সিংয়ের স্বামী জ্যাকি ভাগনানি এবং তাঁর বড় বোন দীপশিখা দেশমুখের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে বলে খবর।
advertisement
5/5
সূত্রের খবর, শাহরুখ আগামী ৩৬ মাসের জন্য জ্যাকি ভাগনানিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে কেন ভাড়া নিলেন অভিনেতা, তা জানতে আগ্রহী সকলেই। File Photo
সূত্রের খবর, শাহরুখ আগামী ৩৬ মাসের জন্য জ্যাকি ভাগনানিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে কেন ভাড়া নিলেন অভিনেতা, তা জানতে আগ্রহী সকলেই। File Photo
advertisement
advertisement
advertisement