মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার সীতামউ তহসিলের শক্করখেড়ি গ্রামে মেয়েকে তার পরিবার জীবিত অবস্থায় মৃত ঘোষণা করে তার পিণ্ডদান করেছে। ঘটনাটি এটাই ছিল যে, ভগবতী নামের এক যুবতী তার প্রেমিক দীপকের সঙ্গে পালিয়ে যান এবং বিয়ে করেন। এতে তার পরিবার এতটাই ক্ষুব্ধ হয় যে তারা মেয়েটিকে মৃত বলে ধরে নেয় এবং তার শোকপত্রও ছাপিয়ে দেয়।
advertisement
কী লেখা ছিল শোকপত্রে? – পরিবার যে শোকপত্র ছাপায়, তাতে লেখা হয়, “গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে যে গ্রাম শক্করখেড়ি থেকে উমেশ পাতিদার রাম-রাম… উমেশ পাতিদারের বোন ভগবতী ২৫.১১.২০২৪ সোমবার দীপকের সঙ্গে পালিয়ে গিয়েছে। তাই শ্রাদ্ধানুষ্ঠানের কর্মসূচি আয়োজন করা হয়েছে।”
এই শোকপত্র এরপর ছাপিয়ে সমাজে বিতরণ করা হয় এবং সবাইকে নিমন্ত্রণ করা হয়৷ হিন্দু রীতি অনুযায়ী মেয়েটির ধূপ-ধ্যান এবং পিণ্ডদান করা হয়। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, মেয়ে যদি তাদের সম্মতি নিয়ে বিয়ে করত, তারা ধুমধাম করে তার বিয়ে দিত। কিন্তু মেয়েটি তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। তাই তাদের কাছে সে এখন মৃত।
এমন ঘটনা এই প্রথম তা নয়৷ মন্দসৌর জেলায় গত এক মাসে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে পরিবারের সম্মতি ছাড়াই প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করায় মেয়ের পরিবারের সদস্যরা তাকে জীবিত থাকা সত্ত্বেও মৃত বলে ধরে নিয়ে তার শ্রাদ্ধের ক্রিয়াকর্ম সম্পন্ন করেছে পরিবার।
