Mother Punishment: এনগেজমেন্টের তিন দিন আগে মেয়েকে নিয়ে পালায় প্রেমিক! গুণধর ছেলের কাণ্ডে বৃদ্ধা মাকে চরম শাস্তি পঞ্চায়েতের

Last Updated:

Mother Punishment: এক যুবক তার প্রেমিকাকে এনগেজমেন্টের ঠিক তিন দিন আগে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মেয়েটির পরিবারে হৈচৈ পড়ে যায়। চরম শাস্তি পেতে হয় ছেলেটির মা ও পরিবারকে, বিস্তারিত জানুন...

এনগেজমেন্টের তিন দিন আগে মেয়েকে নিয়ে পালায় প্রেমিক! গুণধর ছেলের কাণ্ডে বৃদ্ধা মাকে চরম শাস্তি পঞ্চায়েতের
এনগেজমেন্টের তিন দিন আগে মেয়েকে নিয়ে পালায় প্রেমিক! গুণধর ছেলের কাণ্ডে বৃদ্ধা মাকে চরম শাস্তি পঞ্চায়েতের
বিজনৌর: উত্তর প্রদেশের বিজনৌর জেলায় ভয়াবহ ঘটনা। এক ছেলের প্রেমের শাস্তি পেতে হল তার বৃদ্ধ মা এবং পরিবারের অন্য সদস্যদের। সিওহারা থানা এলাকার হাসানপুর পালকি গ্রামে এক যুবক তার প্রেমিকাকে এনগেজমেন্টের ঠিক তিন দিন আগে পালিয়ে নিয়ে যায়। এই ঘটনায় মেয়েটির পরিবারে হৈচৈ পড়ে যায়। এরপর পঞ্চায়েত ডাকা হয়। পঞ্চায়েত ওই যুবকের পরিবারের সামাজিক বয়কটের আদেশ দেয়।
জানা গিয়েছে, পুলিশ প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে আদালতে হাজির করে। আদালত জানায় যে দুইজনই প্রাপ্তবয়স্ক এবং একসঙ্গে থাকার অনুমতি দেয়। এরপর গ্রামে পঞ্চায়েত বসে, যেখানে যুবকের মাকে অপমান করা হয়। পঞ্চায়েতের সিদ্ধান্তে পুরো গ্রাম একমত হয়।
advertisement
advertisement
এরপর যুবকের মা থানায় গিয়ে অভিযোগ করেন যে তাকে এবং তার পরিবারকে মেয়েটির পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমার ছেলের যা করেছে তা ভুল, কিন্তু এতে আমার কোনও দোষ নেই। আমাকে এবং আমার পরিবারকে কেন শাস্তি দেওয়া হচ্ছে?” তিনি থানার ইনচার্জের কাছে নিরাপত্তার আবেদন করেন।
বৃদ্ধ মা জানিয়েছেন, পঞ্চায়েত তাদের পরিবারকে কোনও সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না দেওয়া এবং কারও জমিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পঞ্চায়েতের এই সিদ্ধান্তে বৃদ্ধ মা এবং তার পরিবারের অন্য সদস্যরা ভেঙে পড়েছেন।
advertisement
এই প্রসঙ্গে মুখ খুলেছেন গ্রাম প্রধান সোনু কুমার। গ্রাম প্রধান জানিয়েছেন, “একই জাতির ছেলে-মেয়ের পালিয়ে যাওয়ার কারণে গ্রামের বদনাম হয়েছে। পঞ্চায়েতে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
advertisement
তবে এখানেও একটা টুইস্ট রয়েছে। এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়ছে একটি নির্দোষ পরিবারের বিরুদ্ধে, আর গ্রাম প্রধান বিষয়টি কার্যত এড়িয়ে গিয়েছেন। তিনি জানিয়েছেন যে, পরিবারকে যে বয়কট করা হয়েছে সেই বিষয়ে তিনি জানেনই না!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mother Punishment: এনগেজমেন্টের তিন দিন আগে মেয়েকে নিয়ে পালায় প্রেমিক! গুণধর ছেলের কাণ্ডে বৃদ্ধা মাকে চরম শাস্তি পঞ্চায়েতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement