Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা, চলন্ত বাস থেকে পানের পিক ফেলতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, মুহূর্তে থেমে গেল জীবন!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: যাত্রীটি পানের পিক ফেলার জন্য চলন্ত বাসের দরজা খোলেন। ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
সুলতানপুর: উত্তরপ্রদেশের সুলতানপুরে ভয়ঙ্কর ঘটনা৷ এক চলন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাস থেকে পড়ে যান এক যাত্রী৷ ৪৫ বছর বয়সী ওই যাত্রী প্রাণ হারিয়েছেন। শনিবার পুলিশ জানিয়েছে, তিনি বাসের দরজা খুলে পানের পিক ফেলার সময় ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান।
ঘটনাটি পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ৯৩ কিমি মাইলস্টোনে সকাল ১০:৩০ টার দিকে ঘটে। ওই সময় বাসটি আজমগড় থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল।
advertisement
পুলিশ জানিয়েছে, “বাসটি বালদিরাই থানার অধীন বিহি গ্রামের কাছে পৌঁছালে ওই যাত্রী পানের পিক ফেলার জন্য চলন্ত বাসের দরজা খোলেন। ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।”
advertisement
“ঘটনার পরপরই বাসটি থামানো হয় এবং উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (UPEIDA) এবং পুলিশকে জানানো হয়,” এক কর্মকর্তা জানান।
বালদিরাই থানার স্টেশন হাউস অফিসার (SHO) ধীরাজ কুমার বলেন, “UPEIDA কর্মীরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। তবে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”
advertisement
তিনি আরও জানান, “মৃত ব্যক্তির পরিচয় রাম জীভন হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি লখনউয়ের চিনহাট এলাকার বাসিন্দা। তার স্ত্রী সাবিত্রীও ওই বাসে তার সঙ্গে ভ্রমণ করছিলেন।”
ধীরাজ কুমার আরও বলেন, বাসটি তদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 11:09 PM IST