একই গ্রামের ছেলের সঙ্গে প্রেম। বাড়ির অমতে পালিয়ে বিয়ে। স্রেফ এই কারণেই নবদম্পতির উপর অকথ্য অত্যাচার শুরু করে মেয়ের বাড়ির লোকজনেরা। প্রথমে নবদম্পতিকে জোর করে তুলে আনা হয় বাড়ি থেকে তুলে আনেন মেয়ের বাড়ির লোকেরা। এরপর জামাইকে বেঁধে শুরু হয় মার। একইসঙ্গে, মেয়েকে অর্ধনগ্ন করে কেটে দেওয়া হয় তাঁর চুল। এতেই শেষ নয়, দুজনকেই জোর করে খাওয়ানো হয় প্রস্রাব। পুরো ঘটনাটি ভিডিও করেও তুলে রাখে অভিযুক্তরা ৷
advertisement
আরও পড়ুন
অসম NRC: বাদ পড়া ৪০ লাখ মানুষের কাছে ফের নাম তোলার ‘সুযোগ’!
৩১ জুলাই সোশাল নেটওয়ার্কে এই ঘটনা চাউর হতেই নড়েচড়ে বসে পুলিশ। নববধূর বাবা ও কাকা সহ ছ’জনের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। মধ্যপ্রদেশের এই এলাকা আদিবাসী অধ্যুষিত। বিয়ের পর কনেপণ দেওয়াটাই এখানকার নিয়ম। আক্রান্ত নবদম্পতির দাবি, প্রথা মেনে কনের পরিবারকে ৭০ হাজার টাকা ও দুটি ছাগল পণ হিসাবে দেয় বরপক্ষ। তারপরও এমন ঘটনায় বিধ্বস্ত ওই যুগল।
আরও পড়ুন
‘যৌনতায় সক্ষম’, প্রমাণ করতে এই যুবক যা করলেন জানলে চমকে উঠবেন