TRENDING:

লোকসভায় পাস তিন তালাক বিল

Last Updated:

লোকসভায় পাস তিন তালাক বিল ৷ তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করতেই এই বিল পেশ করে কেন্দ্র ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভায় পাস তিন তালাক বিল ৷ তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করতেই এই বিল পেশ করে কেন্দ্র । বিলের পক্ষে ৩০৩টি ভোট পড়ে ৷ তিন তালাক বিলের বিপক্ষে ছিল ৮২টি ভোট ৷ ভোটাভুটিতে অংশ নেয়নি তৃণমূল ৷ ছিল না জেডিইউ, কংগ্রেস ৷ ভোটাভুটি শুরুর আগেই লোকসভায় ওয়াকআউট তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও জেডিইউয়ের ৷লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই পাস হয়েছে। তবে রাজ্যসভায় বিল পাস করাটাই চ্যালেঞ্জ মোদি সরকারের।
advertisement

সুপ্রিম কোর্টের রায়ে ২০১৭ সালেই নিষিদ্ধ হয়ে যায় তাৎক্ষণিক তিন তালাক ৷ তার পরেও এই প্রথা বন্ধ না হওয়ায় একে বেআইনি ঘোষণা করতেই সরকার পেশ করে তিন তালাক বিল ৷ এই বিল অনুসারে স্ত্রীকে তালাক দিলে স্বামীর তিন বছর পর্যন্ত জেল হবে ৷ তাৎক্ষণিক প্রথায় স্ত্রীকে তিনবার তালাক বলে দিয়ে বিবাহবিচ্ছেদ সারতেন বহু মুসলিম পুরুষ। ফোনে এসএমএস করে, হোয়াটসঅ্যাপ করে বা চিঠি লিখেও ৩ তালাক দেওয়ার অভিযোগ ওঠে একাধিকবার। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরও তাৎক্ষণিক তিন তালাক নিয়ে প্রায় ৬০০-এর কাছাকাছি মামলা দায়ের হয়েছে ৷

advertisement

লোকসভায় তিন তালাক বিল (Triple Talaq Bill) পেশ করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ । বিলের কিছু অংশ নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিরোধীপক্ষের । তাঁদের মতে এই বিল পাশ হলে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি অবিচার হবে । লিঙ্গ সাম্যই (Gender Justice) এই বিলের প্রধান লক্ষ্য, জানান রবি শংকর প্রসাদ ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কংগ্রেসের তরফে জানানো হয় তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হলে এই আইনের অপব্যবহার করা হতে পারে । পাশাপাশি আরএসপি সাংসদ প্রেম চন্দ্রনের মতে হিন্দু বা খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এরকম কোনও আইন নেই সেক্ষেত্রে শুধুমাত্র ইসলামের জন্য এই আইন প্রযোজ্য হলে তা বৈষম্যের সমান । ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের প্রতি ন্যায্য বিচার করতেই এই বিল পাশ হওয়া প্রয়োজন বলে জানান আইনমন্ত্রী । রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, মুসলিম মহিলাদের অধিকার রক্ষা করতেই এই বিল প্রয়োজন ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভায় পাস তিন তালাক বিল