নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, শুধুমাত্র তিনটি রাজ্যেই সাত দফায় ভোট হবে৷ এই তিনটি রাজ্য হল পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ৷ এক নজরে দেখে নেওয়া যাক, কোন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে কত দফায় ভোটগ্রহণ হবে-
এক দফায় ভোট
অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, হরিয়ানা, কেরল, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচেরী, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, দাদর ও নগর হাভেলী, দামান এবং দিউ৷
advertisement
দু’ দফায় ভোট
কর্ণাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর
আরও পড়ুন: লোকসভা নির্বাচনে বাংলায় সাত দফায় ভোট, দেখুন কবে কোন কেন্দ্রে ভোটগ্রহণ
তিন দফায় ভোট
ছত্তিশগড় এবং অসম
চার দফায় ভোট
ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড
পাঁচ দফায় ভোট
মহারাষ্ট্র, জম্মু এবং কাশ্মীর
সাত দফায় ভোট
উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এ দিন ঘোষণা করেন, ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ৷ দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল৷ তৃতীয় দফার ভোট গ্রহণ ৭ মে৷ চতুর্থ দফায় ভোট ১৩ মে৷ পঞ্চম দফায় ভোট ২০ মে৷ ষষ্ঠ দফার ভোট গ্রহণ ২৫ মে৷ সপ্তম দফার ভোটগ্রহণ ১ জুন৷ ভোটের ফল ঘোষণা হবে ৪ জুন৷
লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই চার রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচিও ঘোষণা করে দিল নির্বাচন কমিশন৷ অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমেও লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা ভোট সেরে ফেলবে কমিশন৷
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, অরুণাচল প্রদেশে বিধানসভা ভোট হবে ১৯ এপ্রিল৷ ওডি়শা এবং সিকিমেও ১৯ এপ্রিলই বিধানসভা ভোট হবে৷ অন্ধ্রপ্রদেশে ১৩ মে হবে বিধানসভা নির্বাচন৷
এ দিন বিভিন্ন রাজ্যের ২৬টি আসনে উপনির্বাচনেরও ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রটিও রয়েছে৷