২০০৪ সালে ২১ দিন ধরে চারটি দফায় ভোট হয়েছিল দেশে। অটলবিহারী বাজপেয়ীর সরকার লোকসভা নির্বাচনের দিন এগিয়ে এনেছিল ৬ মাস। এপ্রিল ও মে মাসে তীব্র গরমের দাবদাহে মানুষ প্রথম সেবারই ভোট দিয়েছিল। মনে করা হয়েছিল মানুষই চায় ভোট এগিয়ে আসুক। তার আগে ১৯৯৯ সাল পর্যন্ত ভোট হত সেপ্টেম্বর-অক্টোবর মাসে।
এক মাসের মধ্যে সমস্ত ভোটপ্রক্রিয়া শেষ করা হত। ১৯৯৯ সালে বাজেপেয়ী সরকার আস্থা ভোটে হেরে যাওয়ায়, দেশে লোকসভা নির্বাচন হয়। এর একবছর আগে, ১৯৯৮ সালেও একই পরিস্থিতি হয়েছিল। আইকে গুজরালের সরকার ক্ষমতা হারানোয়, দেশজুড়ে লোকসভা নির্বাচন করাতে হয়।
advertisement
আরও পড়ুন: দাবদাহের বার্তা? আগামী কয়েক ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাস এই ৮ জেলায়! বাজের আশঙ্কা নিয়ে ভিজবে কলকাতাও
সেই ২০০৪ সাল থেকে গরমেই তাই লোকসভা নির্বাচন হয়ে আসছে। যেহেতু সেই থেকেই শক্তিশালী সরকার গড়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকারের এক সিনিয়র অফিসারের দাবি, রাম নাথ কোভিন্দের কমিটির ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ প্রস্তাব যদি সরকার মেনে নেয়, তাহলে ২০২৯ সাল থেকে প্রতিটি রাজ্যে লোকসভা ও বিধানসভা নির্বাচন হবে গরমেই।
আরও পড়ুন: কলকাতা থেকে চালু হচ্ছে নতুন ৪ বিমান, এর মধ্যে দু’টি আন্তর্জাতিক! জানুন
১৯৯৮ সালে লোকসভা ভোট হয়েছিল ১৩ দিনে, ১৯৯৯ সালে ২৯ দিনে। ২০০৪ সালে ২১ দিনে ৪ দফায়। ২০০৯ সালে ৫ দফায় ২৮ দিনে। এরপর থেকে ভোটের দিন ক্রমাগত বেড়েইছে। ২০১৪ সালে লোকসভা নির্বাচন হয়েছিল ৯ দফায় ৩৬ দিন ধরে। ২০১৯ সালে সাত দফায় ৩৯ দিন ধরে। শনিবার নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা ভোটের দিন ঘোষণা করেছে। সেখানেও দেখা যাচ্ছে, ৪৪ দিনের দীর্ঘ ভোট হবে সাত দফায়। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন। ভোটের ফল ঘোষণা ৪ জুন। পুরোটাই তীব্র গরমে।