আরও পড়ুন : মুজাফফরপুর ধর্ষণকাণ্ডের জের ! পদত্যাগ করলেন স্বয়ং মন্ত্রী
তবে কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিকে বিভিন্ন ক্ষেত্রে উত্তরপ্রদেশের মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে ৷ তাদের আরও অভিযোগ বিজেপি ও আরএসএস রাজ্যে দলীয় কর্মীদের জন্য সরকারি টাকা খরচ করছে সঙ্গে সাধারণ মানুকেও প্রলোভন দেখানোর চেষ্টা করছে ৷ যা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ৷
advertisement
অন্যদিকে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে ৷ বিজেপি আসলে আগামী বছরের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কিছু রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা করছে ৷ দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে মোট ১.৭২ শিক্ষকের উপযুক্ত বেতন দিতে বর্তমান বিজেপি সরকার ব্যর্থ বলেও দাবি করা হয়েছে ৷
আরও পড়ুন : পরিচারিকাকে কম মাইনে দিলে যেতে হবে জেলে!
এই সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে কেন্দ্র ও রাজ্য একযোগে সমাজের বিভিন্ন বর্গের মানুষের দারিদ্র দূরীকরণে নানা রকম পদক্ষেপ করছে ৷ লোক কল্যাণ মিত্রর অন্যতম উদ্দেশ যাতে কোনও ভাবেই সারারণ মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেই জন্যই ৷