মুজাফফরপুর ধর্ষণকাণ্ডের জের ! পদত্যাগ করলেন স্বয়ং মন্ত্রী

Last Updated:
#নয়াদিল্লি: সরকারি হোমে রমরমিয়ে চলছিল দেহব্যবসা ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে সমস্ত মহলে ৷ মুজাফফরপুরের এই ঘটনাটির জেরেই বুধবার পদত্যাগ করলেন সমাজ কল্যাণ মন্ত্রী মঞ্জু ভার্মা ৷
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গত সোমবার বলেছিলেন, মুজাফফরপুরেরর সরকারি হোমের ঘটনার সঙ্গে যদি ভার্মার কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায় ৷ তাহলে তিনি যেন পদত্যাগ করেন ৷
তবে, এখনও মঞ্জু ভার্মার ঘটনাটির সঙ্গে সরাসরি জড়িত থাকার কোনও খবর মেলেনি ঠিকই ৷ কিন্তু চেরিয়া-বেরিয়ারপুরের সাংসদ জেডি(ইউ) এবং মঞ্জু ভার্মার স্বামী চন্দেশ্বর ভার্মা এই ঘটনায় জড়িত রয়েছে ৷ তদন্তের পর উঠে এসেছে এমনই তথ্য ৷ এর পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত চাইল্ড প্রোটেকশন অফিসার রবি কুমার রৌশানের স্ত্রী শিবা কুমারীও চন্দেশ্বর ভার্মার বিরুদ্ধে অভিযোগ করেন ৷ তিনি বলেন, সরকারি শেল্টার হোমে নাবালিকাদের ঘরে আনাগোনা ছিল মঞ্জু ভার্মার স্বামীর ৷
advertisement
advertisement
শিবা কুমারীর অভিযোগের ভিত্তিতে চন্দেশ্বর ভার্মার কল লিস্ট খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা ৷ সেই তদন্তের পরই দেখা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের সঙ্গেও ১৭ বার কথা হয়েছে চন্দেশ্বরের ৷
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এই ঘটনায় চন্দেশ্বর ভার্মাকে কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলনেতারা ৷ সেই সময় যদিও স্বামীর হয়ে সাফাই দিয়েছিলেন মঞ্জু ভার্মা ৷ তিনি বলেছিলেন, ‘তাঁর স্বামীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হচ্ছে ৷ এই ঘটনায় আমার স্বামী একেবারেই জড়িত নেই ৷ যদি তাকে দোষী সাব্যস্ত করা হয় ৷ তাহলে তাকে পাবলিক প্লেসে ফাঁসি দেওয়া হলেও আমার কোনও আপত্তি থাকবে না ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
মুজাফফরপুর ধর্ষণকাণ্ডের জের ! পদত্যাগ করলেন স্বয়ং মন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement