মুজাফফরপুর ধর্ষণকাণ্ডের জের ! পদত্যাগ করলেন স্বয়ং মন্ত্রী

Last Updated:
#নয়াদিল্লি: সরকারি হোমে রমরমিয়ে চলছিল দেহব্যবসা ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে সমস্ত মহলে ৷ মুজাফফরপুরের এই ঘটনাটির জেরেই বুধবার পদত্যাগ করলেন সমাজ কল্যাণ মন্ত্রী মঞ্জু ভার্মা ৷
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গত সোমবার বলেছিলেন, মুজাফফরপুরেরর সরকারি হোমের ঘটনার সঙ্গে যদি ভার্মার কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায় ৷ তাহলে তিনি যেন পদত্যাগ করেন ৷
তবে, এখনও মঞ্জু ভার্মার ঘটনাটির সঙ্গে সরাসরি জড়িত থাকার কোনও খবর মেলেনি ঠিকই ৷ কিন্তু চেরিয়া-বেরিয়ারপুরের সাংসদ জেডি(ইউ) এবং মঞ্জু ভার্মার স্বামী চন্দেশ্বর ভার্মা এই ঘটনায় জড়িত রয়েছে ৷ তদন্তের পর উঠে এসেছে এমনই তথ্য ৷ এর পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত চাইল্ড প্রোটেকশন অফিসার রবি কুমার রৌশানের স্ত্রী শিবা কুমারীও চন্দেশ্বর ভার্মার বিরুদ্ধে অভিযোগ করেন ৷ তিনি বলেন, সরকারি শেল্টার হোমে নাবালিকাদের ঘরে আনাগোনা ছিল মঞ্জু ভার্মার স্বামীর ৷
advertisement
advertisement
শিবা কুমারীর অভিযোগের ভিত্তিতে চন্দেশ্বর ভার্মার কল লিস্ট খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা ৷ সেই তদন্তের পরই দেখা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের সঙ্গেও ১৭ বার কথা হয়েছে চন্দেশ্বরের ৷
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এই ঘটনায় চন্দেশ্বর ভার্মাকে কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলনেতারা ৷ সেই সময় যদিও স্বামীর হয়ে সাফাই দিয়েছিলেন মঞ্জু ভার্মা ৷ তিনি বলেছিলেন, ‘তাঁর স্বামীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হচ্ছে ৷ এই ঘটনায় আমার স্বামী একেবারেই জড়িত নেই ৷ যদি তাকে দোষী সাব্যস্ত করা হয় ৷ তাহলে তাকে পাবলিক প্লেসে ফাঁসি দেওয়া হলেও আমার কোনও আপত্তি থাকবে না ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
মুজাফফরপুর ধর্ষণকাণ্ডের জের ! পদত্যাগ করলেন স্বয়ং মন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement