TRENDING:

Local Train: অফিস টাইমে লাইন থেকে বেরিয়ে গেল লোকাল ট্রেন, মুহূর্তে আতঙ্ক গ্রাস যাত্রীদের! ভয়ঙ্কর অবস্থা

Last Updated:

Local Train: দুর্ঘটনার পরে সেন্ট্রাল রেলওয়ে থেকে ট্যুইট করা হয়, ''মামব্রা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তিতওয়ালা স্টেশনে লোকাল ট্রেনের একটি কামরা প্ল্যাটফর্মের একটি অংশে লেগে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সন্ধের ব্যস্ত অফিস ফেরত টাইমে মুম্বইয়ে লাইনচ্যুত হল লোকাল ট্রেন। চালক সতর্ক থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে৷ তবে, কেউ আহত বা প্রাণহানীর ঘটনা ঘটেনি। এর আগেও বারবার মুম্বইয়ে লাইনচ্যুত হয়েছে লোকাল ট্রেন। এদিন ফের একই ধরনের ঘটনা ঘটে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানেতে। লোকাল ট্রেনের প্রথম কামরাটি লাইনচ্যুত হয়ে পড়ে।
এ কী অবস্থা
এ কী অবস্থা
advertisement

দুর্ঘটনার পরে সেন্ট্রাল রেলওয়ে থেকে ট্যুইট করা হয়, ”মামব্রা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তিতওয়ালা স্টেশনে লোকাল ট্রেনের একটি কামরা প্ল্যাটফর্মের একটি অংশে লেগে যায়। যদিও তেমন কোনও দুর্ঘটনা ঘটেনি। রাত ৯.২০ থেকে ৯.৪৫ পর্যন্ত ওই প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের তা শুরু হয়।”

আরও পড়ুন: আর অপেক্ষা নয়, বৃহস্পতিতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন মমতা! হবে অপারেশন

অনেকেই এই হয়রানির জন্য ট্যুইটও করেন। একজন ট্যুইট করে লেখেন, ”মামব্রাতে এক ঘণ্টার উপর ট্রেনে আটকে আছি। কল্যাণের দিকে ট্রেন এগোচ্ছেই না। সকলেই ট্রেন থেকে লাইনে নেমে হাঁটতে শুরু করেছেন।”

advertisement

আরও পড়ুন: মলয়ের পথ ধরলেন সায়নী, চিঠিতে উল্লেখ সেই ‘একই কথা’! সকলকে চমকে দিলেন তৃণমূল নেত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই প্রথম অবশ্য নয়, এর আগেও বারবার মুম্বইয়ে লাইনচ্যুত হয়েছে লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে ফের অফিস টাইমে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্কে পড়ে যান যাত্রীরা। তবে, কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলা খবর/ খবর/দেশ/
Local Train: অফিস টাইমে লাইন থেকে বেরিয়ে গেল লোকাল ট্রেন, মুহূর্তে আতঙ্ক গ্রাস যাত্রীদের! ভয়ঙ্কর অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল