দুর্ঘটনার পরে সেন্ট্রাল রেলওয়ে থেকে ট্যুইট করা হয়, ”মামব্রা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তিতওয়ালা স্টেশনে লোকাল ট্রেনের একটি কামরা প্ল্যাটফর্মের একটি অংশে লেগে যায়। যদিও তেমন কোনও দুর্ঘটনা ঘটেনি। রাত ৯.২০ থেকে ৯.৪৫ পর্যন্ত ওই প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের তা শুরু হয়।”
আরও পড়ুন: আর অপেক্ষা নয়, বৃহস্পতিতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন মমতা! হবে অপারেশন
অনেকেই এই হয়রানির জন্য ট্যুইটও করেন। একজন ট্যুইট করে লেখেন, ”মামব্রাতে এক ঘণ্টার উপর ট্রেনে আটকে আছি। কল্যাণের দিকে ট্রেন এগোচ্ছেই না। সকলেই ট্রেন থেকে লাইনে নেমে হাঁটতে শুরু করেছেন।”
আরও পড়ুন: মলয়ের পথ ধরলেন সায়নী, চিঠিতে উল্লেখ সেই ‘একই কথা’! সকলকে চমকে দিলেন তৃণমূল নেত্রী
এই প্রথম অবশ্য নয়, এর আগেও বারবার মুম্বইয়ে লাইনচ্যুত হয়েছে লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে ফের অফিস টাইমে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্কে পড়ে যান যাত্রীরা। তবে, কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।