TRENDING:

তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ থেকে কোনও মন্ত্রী রইল না মোদির মন্ত্রী সভায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: দেশের  প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার মসনদে নরেন্দ্র মোদি।  শপথ বাক্য পাঠ করলেন মোদি ৷ আজ মোদির মন্ত্রী সভায় শপথ গ্রহণ করলেন সব রাজ্য থেকে বিজেপি থেকে জয় লাভ করা প্রার্থীরা। তবে এই মন্ত্রী সভায় কোনও মন্ত্রী থাকল না তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ থেকে। সেখান থেকে কাউকে মন্ত্রী করা হল না মোদির মন্ত্রী সভায়।
advertisement

এবারের মন্ত্রী সভায় অরুনাচল প্রদেশ থেকে মন্ত্রী হচ্ছেন এক জন।  এছাড়াও অসম-১, বিহার-৫, ছত্তিশগড়-১, দিল্লি-১, গোয়া-১, গুজরাত-৩, হরিয়ানা-৩, হিমাচল প্রদেশ-১, জম্মু-কাশ্মীর-১, ঝাড়খন্ড-২, কর্নাটক-৪, মধ্যপ্রদেশ-৫, মহারাষ্ট্র-৮, ওডিশা-১, পঞ্জাব-২, রাজস্থান-৩, তেলেঙ্গানা-১, উত্তর প্রদেশ-৯, উত্তরাখন্ড-১, পশ্চিমবঙ্গ থেকে ২ জন মন্ত্রী হলেন। শুধু মাত্র এই লিস্টে নাম থাকল না তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ থেকে কোনও মন্ত্রী রইল না মোদির মন্ত্রী সভায়