মুজফফরপুরের আহিয়াপুর থানা এলাকায় পুলিশ একটি পেট্রল গ্যাস ট্যাঙ্কার আটক করেছে। ড্রাইভার এবং আরও দুই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে পাওয়া গেছে প্রায় ১ কোটি টাকার অবৈধ মদ। পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পায় যে, এখানে বড় আকারে মদ পাচারের কাজ চলছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক হয়ে একটি বিশেষ দল গঠন করে।
advertisement
আরও পড়ুন: ৭৮ লাখ টাকার সোনা চুরি! ১৫০ সিসিটিভি দেখে পুলিশ যা করল…
এই ঘটনায় এসডিপিও নগর বিনীতা সিনহা জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তিনি জানিয়েছেন, রাতে খবর পেয়ে জানানো হয়েছিল যে, একটি ট্যাঙ্কারের মাধ্যমে মদ পাচার হচ্ছে। এরপর আহিয়াপুর থানার বিশেষ দল গঠন করে, বখরি চক এলাকায় ট্যাঙ্কারটি ঘেরাও করা হয় এবং সেখানে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ বিদেশী মদ।
আরও পড়ুন: এই মুহূর্তে দেশে দিল্লির বাতাস সবচেয়ে বিষাক্ত, কলকাতা কোথায় জানেন?
এসডিপিও বিনীতা সিনহা জানান, বর্তমানে মদের হিসাব চলছে। প্রায় ১ কোটি টাকার বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা পাঞ্জাব এবং হরিয়ানার বাসিন্দা। তাঁরা সকলেই ট্যাঙ্কারের ড্রাইভার এবং খলাসি। এখন তদন্ত চলছে, মদটি কোথায় সরবরাহ করা হচ্ছিল এবং এই পাচারে কে কে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।