সূত্রের খবর, বনদফতর সেখানে পৌঁছেছেন এবং চিতাবাঘটিকে বন্দি করতে পেরেছেন৷
এক প্রতিবেদনে বলা হয়েছে একজন স্থানীয় ব্যক্তি জানিয়েছে, “আমি দোতলায় চিতাবাঘ দেখেছি। লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল। সতর্কতা সত্ত্বেও এক ব্যক্তিকে বাড়ির ভিতরে গিয়ে চিতাবাঘ আক্রমণ করে। হাতে লাঠি নিয়ে আমাদের মধ্যে কয়েকজন ভয় দেখিয়ে তাকে দূরে সরিয়েছে”৷
আরও পড়ুন : গালওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য! সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ রিচার বিরূদ্ধে, ক্ষমা চাইলেন অভিনেত্রী
advertisement
তিন দিন আগেই আইআইটি বম্বের ক্যাম্পাসে একটি চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল৷ সোমবার সকালে বন দফতরের কাছে ফোন আসে, একটি টিম পর্যবেক্ষণ করতে পৌঁছে যান সেদিনই৷
চিতাবাঘ আসলে রাত পছন্দ করে, ফলে ওদের দিনে দেখতে পাওয়াটা খুব কঠিন, এমনটাই জানান বন দফতরের এক অফিসার৷
আরও পড়ুন : নারীর চরিত্র বেজায় জটিল! মতি গতি যাই হোক, মাত্র কটি কথাতেই প্রেমে পড়বেই
আইআইটি বম্বে থেকে ফেরার সঙ্গে সঞ্জয় গান্ধী ন্যশনাল পার্কে একবার দেখা গিয়েছিল চিতাবাঘটিকে৷ এরপরেই বুধবার মহারাষ্ট্রের নাশিকে দেখা গিয়েছিল চিতাবাঘটি৷ মঙ্গলবার রাত ৯.৩০ নাগাদ আয়েশা নগরের লোকালিটিতে দেখা গিয়েছিল বাঘটিতে৷
অবশেষে চিতাবাঘটিকে গুলি করে রোখা গিয়েছে এমনটাই জানিয়েছেন বন দফতর অধিকর্তা৷