TRENDING:

LIVE: বেগুসরাই থেকে পরাজিত কানহাইয়া কুমার, মোদি ঝড়ে বামেদের স্বপ্নভঙ্গ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেগুসরাই: লোকসভা নির্বাচনের শুরু থেকেই বেগুসরাই কেন্দ্র নিয়ে রাজনৈতিক জল্পনার শুরুতে ছিল বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্র । একসময় নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে স্থান হয়েছিল কানহাইয়া কুমারের।
advertisement

তবে আশা অনেক থাকলেও রাজনীতির আঙিনায় আত্মপ্রকাশ খুব একটা সন্তোষজনক হল না কানহাইয়ার জন্য । বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআইয়ের টিকিটে লোকসভা ভোটের ময়দানে পা রেখেছিলেন প্রাক্তন জেএনইউএসইউ ছাত্র সভাপতি । বিপক্ষে ছিলেন বিজেপি প্রার্থী গিরিরাজ সিং ও আরজেডি প্রার্থী তনভীর হাসান ।

যুব নেতা, সুবক্তা-কানহাইয়ার হাত ধরেই ঘুরে দাঁড়ানোর সামান্য আশা দেখেছিল বাম ব্রিগেড । তবে শেষ পর্যন্ত কানহাইয়া ম্যাজিকও কাজ করল না বেগুসরাই । বেগুসরাইয়ে প্রায় ৪ লক্ষেরও বেশি ভোটে কানহাইয়াকে পরাস্ত করেছেন গিরিরাজ । মোট ভোটের মাত্র ২২% পেয়েছেন কানহাইয়া,

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

চাঁদা তুলে নির্বাচনী প্রচার করেছেন, দেশের প্রতিষ্ঠান বিরোধী মুখগুলির মধ্যে অন্যতম ছিলেন কানহাইয়া । তবে শুরু থেকেই 'দেশবিদ্রোহী'এর তকমা তাঁকে ছাড়েনি । জেএনইউএর ঘটনার রেশ তাঁকে ঘিরে ছিলই, ফলত মনে করা হচ্ছে তাঁর জনপ্রিয়তা এক নির্দিষ্ট গন্ডীতেই সীমাবদ্ধ ছিল । ফলত তরুণ প্রজন্মের কানহাইয়ার হাত ধরে বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইও কার্যত ব্যর্থ ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
LIVE: বেগুসরাই থেকে পরাজিত কানহাইয়া কুমার, মোদি ঝড়ে বামেদের স্বপ্নভঙ্গ