TRENDING:

Laungi Bhuiyan : ৩০ বছর ধরে ৩ কিমি লম্বা খালের পর গ্রামের জলকষ্ট রোধে আবার শাবল হাতে নিয়েছেন ‘দ্বিতীয় মাউন্টেন ম্যান’

Last Updated:

second mountain man: মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৃষ্ণা এখনও নিবারিত হয়নি লাউঙ্গি ভুইয়াঁর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গয়া : তিন দশক ধরে তিল তিল করে ৩ কিমি লম্বা সেচখাল কেটেছেন তিনি৷ যাতে খরাবিধ্বস্ত জমি সিঞ্চিত হয় জলধারায়৷ কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৃষ্ণা এখনও নিবারিত হয়নি লাউঙ্গি ভুইয়াঁর (Laungi Bhuyian)৷ দশরথ মাঝির পর ‘দ্বিতীয় মাউন্টেন ম্যান’ (second mountain man) বলে পরিচিত বিহারের এই বৃদ্ধ এখন আরও একটি খাল খনন করছেন (digging a canal)৷ যাতে বিহারের গয়া জেলার পাঁচটি গ্রামে পৌঁছতে পারে বৃষ্টির জল৷ সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ‘‘আমি নিজে থেকেই এই খাল খনন করতে শুরু করেছিলাম৷ আমি নিশ্চিত এই পাঁচ গ্রামে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে জল৷’’
advertisement

আরও পড়ুন : মুখে মুখ লাগিয়ে অক্সিজেন যোগান, বুকে ক্রমাগত পাম্প, মৃতপ্রায় বাঁদরছানাকে বাঁচিয়ে নন্দিত গাড়িচালক

বহু ইতিহাসের বলিরেখা বিস্তৃত মুখের পিছনে থাকা এই বৃদ্ধের বাস গয়ার লাহথুয়া জেলার কোঠিলাওয়া গ্রামে৷ তাঁর তিরিশ বছরের পরিশ্রম শেষ হয়েছে গত বছর৷ গয়া শহরের মূল কেন্দ্র থেকে ৮০ কিমি দূরে পাহাড় জঙ্গলে ঘেরা গ্রামে বসে বৃদ্ধ বলেছিলেন, ‘‘ আমার ৩০ বছর সময় লেগেছে ৩ কিমি লম্বা সেচখাল খনন করতে৷ এই দীর্ঘ সময় ধরে আমি গবাদি পশু নিয়ে জঙ্গলে চলে যেতাম৷ পশুগুলি বনে চরে বেড়াত৷ আমি খাল খনন করতাম৷ গ্রামের কোনও লোক আমাকে সাহায্য করেননি৷ গ্রামবাসীরা শহরে চলে যান কাজের খোঁজে৷ কিন্তু আমি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷’’ তাঁর এই প্রচেষ্টায় পাহাড়ি ঝর্না ও নদীর জল ওই খালবাহিত হয়ে পৌঁছেছিল গ্রামের পুকুরে ৷ দূর হয়েছিল বহুদিনের জলকষ্ট৷

advertisement

আরও পড়ুন : ঘড়িতে রাত ১.১৩, বারাণসী স্টেশনে হঠাৎ হাজির নরেন্দ্র মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কোঠিলাওয়া গ্রামের মানুষের মূল জীবিকা কৃষিকাজ ও পশুপালন৷ গ্রামের বাসিন্দারা জলকষ্টে পীড়িত ছিলেন দীর্ঘ দিন৷ লাউঙ্গির প্রচেষ্টা তাঁদের জীবনে নতুন প্রাণসঞ্চার করে কার্যত৷ এর পরও থেমে যায়নি লাউঙ্গির হাতের শাবল৷ গ্রামবাসীদের কল্যাণে তিনি ব্রতী নিরন্তর৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Laungi Bhuiyan : ৩০ বছর ধরে ৩ কিমি লম্বা খালের পর গ্রামের জলকষ্ট রোধে আবার শাবল হাতে নিয়েছেন ‘দ্বিতীয় মাউন্টেন ম্যান’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল